পরমাণু চুক্তিতে ফেরার আগে মার্কিন অবরোধ তুলে নিতে হবে : খামেনি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/22/iraan.jpg)
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু ইস্যুতে তাঁর দেশের সুনির্দিষ্ট নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন। খামেনি বলেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির অঙ্গীকারে ফেরার আগে প্রথমে সব মার্কিন অবরোধ তুলে নিতে হবে। খবর বাসসের।
রোববার এক টেলিভিশন ভাষণে খামেনি বলেন, ‘আমেরিকাকে আগে সব অবরোধ তুলে নিতে হবে। এরপর আমরা যাচাই করে দেখব। তারা সত্যিই অবরোধ তুলে নিলে আমরা পরমাণু চুক্তির অঙ্গীকারে ফিরে যাব।’
খামেনি জোর দিয়ে বলেন, অবরোধ প্রত্যাহার কাগুজে হলে তা গ্রহণযোগ্য হবে না। অবরোধ প্রত্যাহার হতে হবে বাস্তবিক।
উল্লেখ, ২০১৫ সালে বারাক ওবামার শাসনামলে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে যে চুক্তি করা হয় ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে তা বাতিল করেন।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু চুক্তি নতুন করে চালু করতে তাঁর প্রস্তুতির আভাস দেন। কিন্তু বাইডেন প্রশাসন জোর দিয়ে বলেছে, ইরানকে আগে পরমাণু চুক্তির অঙ্গীকারে ফিরতে হবে।
কিন্তু খামেনি বলেন, ‘তারা যদি আমাদের নীতি গ্রহণ ও বাস্তবায়ন করে তবেই সবকিছুরই সমাধান হবে। আর যদি তা না হয় তবে এভাবেই চলবে।’