ব্রাজিলে মাদকচক্রের সঙ্গে পুলিশের গোলাগুলি, নিহত ২৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/07/brazil-shootout-2105070532.jpg)
ব্রাজিলের রিও ডি জেনিরোয় গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, শহরটিতে পুলিশি অভিযান চলার সময় এ ঘটনা ঘটে। মাদক পাচারকারীরা শিশুদেরকে দলে ভেড়াচ্ছে এমন খবর পেয়ে পুলিশ এই অভিযান শুরু করে।
ও গ্লোবো পত্রিকা জানিয়েছে, একটি মেট্রো ট্রেনের দুই যাত্রী গুলিবিদ্ধ হয়। তবে তারা বেঁচে গেছেন। রিও ডি জেনিরো পুলিশ গুলিতে তাদের একজন কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
প্রধান পুলিশ কর্মকর্তা রোনাল্ডো অলিভেইরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘রিওতে চালানো পুলিশি অভিযানের মধ্যে বৃহস্পতিবারের এই অভিযানেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।’
স্থানীয় খবরে বলা হয়েছে, পুলিশ যে অপরাধ চক্রকে নিশানা করে অভিযান চালিয়েছে সে চক্রটি মাদক পাচার, খুন এবং অপহরণে জড়িত।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/05/07/capture.jpg 572w)
ব্রাজিলের সবচেয়ে সহিংসতাপূর্ণ রাজ্যগুলোর মধ্যে রিও ডি জেনিরো একটি। এই নগরীর বিশাল এলাকা অপরাধীদের নিয়ন্ত্রণে। এই অপরাধীদের অনেকেই শক্তিশালী মাদকপাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ত।
ব্রাজিলে বড় বড় শহরগুলোতে অপরাধ-দমন অভিযানে প্রায়ই সাধারণ মানুষের ওপর পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ শোনা যায়।