বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৬
সন্ত্রাসবিরোধী অভিযানে বেলজিয়াম থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ বাহিনী। তবে প্যারিস হামলার সন্দেহভাজন বন্দুকধারী সালাহ আবদেসালাম এখনো পলাতক রয়েছেন।
স্থানীয় সময় গতকাল রোববার রাজধানী ব্রাসেলস ও শার্লোয়ায় সব মিলিয়ে ২২টি অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দেশটির প্রসিকিউটর এরিক ভ্যান দার সিপ্ট।
বিবিসি জানায়, মলেনবেক এলাকায় অভিযান চালানোর সময় একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এ সময় আহত একজনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানে কোনো অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেলজিয়ামের প্রসিকিউটর।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল জানিয়েছেন, প্যারিসে হামলার ঘটনার পর এ মুহূর্তে বেলজিয়ামে সন্ত্রাসবিষয়ক হামলার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। স্কুল, বিশ্ববিদ্যালয় এবং শহরের মধ্যে চলাচলকারী মেট্রো সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত ১৩ নভেম্বর রাতে প্যারিসে বন্দুক হামলা চালিয়ে ১৩০ জনকে হত্যা করা হয়। এ সময় আহত হন আরো অন্তত ৩৫০ জন। এই হামলাকারীদের মধ্যে সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন ব্রাসেলসের আবদেসালাম। গতকাল বেলজিয়ামের একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহ আবদেসালামের ভাই মোহাম্মাদ আবদেসালাম বলেন, তিনি চান তাঁর ভাই যেন আত্মসমর্পণ করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হামলার দিন যে দুটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়, তাতে লাগানো ছিল বেলজিয়ামের নম্বর প্লেট। সেগুলো ভাড়াও নেওয়া হয়েছিল বেলজিয়াম থেকে। এ ছাড়া ঘটনার প্রধান সন্দেহভাজন আবদেসালাম নিজেও বেলজিয়ামের নাগরিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলজিয়ামে বসেই প্যারিসে হামলার পরিকল্পনা করা হয়েছিল।
প্যারিসের মতো হামলা যেকোনো জায়গায় যেকোনো সময় চালানো হতে পারে বলে আশঙ্কা করছে বেলজিয়াম। সে জন্য ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে।
ফ্রান্সের গণমাধ্যমগুলো বলছে, প্যারিসের হামলায় সেদিন সব মিলিয়ে নয় হামলাকারী অংশ নেয়। তাঁদের মধ্যে সাতজনই সেদিন রাতে নিহত হয়। এই হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজন ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সদস্যকে শনাক্ত করেছে বেলজিয়াম।