সকালের নাস্তায় যে পাঁচ ভুল করি
সারাদিনের খাবারের মধ্যে সকালের নাস্তা খুব জরুরি একটি বিষয়।সকালের নাস্তা বাদ দিলে শরীরের ওপর বেশ বাজে প্রভাব পড়ে। নাস্তায় অস্বাস্থ্যকর খাবার খাওয়া, নাস্তাকে অতটা গুরুত্ব না দেওয়া- এ রকম কিছু ভুল আমরা সকালের নাস্তায় করে থাকি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে সকালের নাস্তায় করা কিছু ভুলের কথা।
১. ফলের জুস খাওয়া
যখন আপনি কমলাকে জুস করছেন, তখন ভাববেন এর মধ্য থেকে অনেক ভিটামিন, মিনারেল এবং আঁশ হারাচ্ছেন। সকালের নাস্তায় অনেকেই ফলকে জুস করে খেতে ভালোবাসেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি না করে জুসের পরিবর্তে ফল খান, পানি খান।
২. ক্যাফেইন গ্রহণে ভুল
এককাপ কফি বা চা শরীর মন চাঙ্গা করতে সাহায্য করে। তবে একের অধিক কাপ কফি বা চা খাবেন না। এটি শরীরের ওপর বাজে প্রভাব ফেলবে।
৩. অস্বাস্থ্যকর খাবার
সকালে অস্বাস্থ্যকর খাবার খাবেন না। মানে, পেট পুরে ফাস্টফুড বা অস্বাস্থ্যকর খাবার খেয়ে নেবেন না। এটি শরীরের জন্য উপকার তো করবেই না, উল্টো ক্ষতি করবে। অস্বাস্থ্যকর খাবার খাওয়া পরিত্যাগ করে স্বাস্থ্যকর খাবার খান। সকালের নাস্তায় কলা, ওটস, গ্রিন টি ইত্যাদি খান।
৪. সকালের নাস্তাকে গুরুত্ব না দেওয়া
আপনি যদি রাতে ভালোভাবে খানও তবু সকালের নাস্তা বাদ দেবেন না। সকালের নাস্তা বাদ দেওয়া খুব ভুল কাজ। সকালের নাস্তা বাদ দিলে এটি বিপাক প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলে এবং শরীরকে অবসন্ন করে তোলে।
৫. সকালে উঠে পানি পান না করা
সকালে উঠে পানি পানকেও কিন্তু সকালের নাস্তার অংশ হিসেবেই ধরা যেতে পারে। অনেকে সকালে উঠে পানি পান করেন না। এটি ভুল অভ্যাস। সকালে পানি পান শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে, হজম ভালো করে এবং গ্যাসট্রিক প্রতিরোধ করে।