অসহায় ক্রীড়াবিদ ও সংগঠকদের অনুদান দেওয়া হয়েছে
অসহায় ক্রীড়াবিদ ও সংগঠকদের ১ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর দেওয়া ৯২ লাখ টাকা এবং বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ১২ লাখ ৫০ হাজার টাকা ১৫ জন ক্রীড়াসেবীকে দেওয়া হয়। জাতীয় নারী ফুটবল খেলোয়াড় রুপা আক্তারকে ৫ লাখ টাকার চেক এবং ২৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়।
সাবেক ফুটবলার শাফিনুর রহমানকে ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, ক্রীড়াসংগঠক আসাদুজ্জামানকে ২৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, সাবেক ফুটবলার এসকে শুকুর মো: টোটামকে ২ লাখ টাকার চেক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ক্রীড়াবিদ রওশন আক্তার ছবিকে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়।
অসহায় ক্রীড়াবিদ ও সংগঠকদের হাতে চেক তুলে দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে অসহায় ক্রীড়াসেবীদের সহযোগিতা করে যাচ্ছি। আমাদের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী ছায়ার মতো আমাদের পাশে আছেন। ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের জন্য তিনি উদার। আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ ও বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।