অস্ট্রেলিয়া রওনা হয়েছে ভারতীয় দল
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার সকালে রওনা হয় দলটি। ২০০৭ সালের চ্যাম্পিয়নরা গত বছর সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। এবার তারা শিরোপা জিততে আশাবাদী।
বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়া দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।
ভারত ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। তবে ডেথ বোলিং দলের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় জাসপ্রীত বুমরাহ টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন।
স্কোয়াডে হার্দিক পান্ডিয়ার মতো বদলি হিসেবে কেউ নেই। প্রধান অলরাউন্ডার যদি টুর্নামেন্ট চলাকালীন মাঝপথে চোট পান, তবে দলের ভারসাম্য নষ্ট হয়ে যায়। যা টিম ম্যানেজমেন্টের জন্য হাতাশার।
এদিকে বুমরাহর বিকল্প মোহাম্মদ শামির ফিটনেস নিয়ে অনিশ্চয়তায় বিসিসিআই। ক্রিকবাজের খবরে জানা গেছে এই তথ্য।
এনসিএর মেডিকেল দল শামির ফিটনেস দেখবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআইকে জানাবে তারা। আইসিসির নিয়ম অনুযায়ী পূর্ণ স্কোয়াড ঘোষণা করার জন্য ১৫ অক্টোবর পর্যন্ত সময় পাবে দল। শামি ফিট হলে পরে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলে যোগ দেবেন। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে।
শামি ফিট না হলে মোহাম্মদ সিরাজ ও দীপক চাহারের মধ্য থেকে একজনকে নেওয়া হবে। এখন সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছেন সিরাজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরাজ ও চাহার দুজনেই আছেন।