ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার এখন কেমন আছেন?
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ক্যাচ নেওয়ার সময় গুরুতর আঘাত পেয়ে হাসাপাতালে ভর্তি হন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তার অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। আইসিইউ থেকে সরানো হয়েছে তাকে। আজ সোমবার (২৭ অক্টোবর) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এমনটিই জানিয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আইয়ার বর্তমানে সুস্থতার পথে আছেন এবং দলের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
২৫ অক্টোবর সিডনির এসসিজিতে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে পড়ে যান আইয়ার। তখনই তীব্র আঘাত পান বাম পাশের পাঁজরের নিচে। প্রথমে চোট তেমন গুরুতর মনে না হলেও, ড্রেসিংরুমে ফেরার পর অস্বস্তি অনুভব করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে পরীক্ষায় দেখা যায়, তার স্প্লিন (প্লীহা) ছিড়ে গেছে।
বিসিসিআই এক বিবৃতিতে জানায়, স্ক্যানে স্প্লিন (প্লীহা) ছিঁড়ে যাওয়ার মতো চোট ধরা পড়েছে। আইয়ারএখন চিকিৎসাধীন, শারীরিকভাবে স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। বিসিসিআইয়ের মেডিকেল টিম সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে তার চিকিৎসার তদারকি করছে। দলের ডাক্তার সিডনিতেই তার পাশে অবস্থান করছেন।
ক্রিকবাজ তাদের প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আইয়ার এখন বিপদমুক্ত। তবে ক্যাচ নেওয়ার সময় তীব্র আঘাতের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল। তাকে প্রথমে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হলেও পরে শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। সিডনিতে থাকা ভারতীয় দলের চিকিৎসক ডা. রিজওয়ান খান তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।
আইয়ারের কয়েকজন স্থানীয় বন্ধু তার পাশে রয়েছেন, আর পরিবারের একজন সদস্য মুম্বাই থেকে সিডনিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে সাপ্তাহিক ছুটির কারণে ভিসা প্রক্রিয়া শুরু না হওয়ায় তার সেখানে যেতে কিছুটা দেরি হচ্ছে।
বিসিসিআই জানিয়েছে, আইয়ারের দ্রুত মাঠে ফেরার কোনো তাড়া নেই। বোর্ড, টিম ম্যানেজমেন্ট ও পরিবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে—তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত খেলায় ফেরানো হবে না। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সিডনিতেই থাকার কথা রয়েছে তার। ধারণা করা হচ্ছে, তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে।
৩০ বছর বয়সী আইয়ার বর্তমানে জাতীয় দলের ওয়ানডে সংস্করণের অন্যতম ভরসা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে খেলানোর পরিকল্পনা ছিল। সিরিজের তিনটি ম্যাচ হবে ৩০ নভেম্বর, ৩ ও ৬ ডিসেম্বর—তবে ততদিনে তিনি পুরোপুরি সেরে উঠবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে, ভারতীয় দল ইতোমধ্যে ক্যানবেরায় পৌঁছে গেছে। সেখানে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

স্পোর্টস ডেস্ক