আইপিএলের জন্য বর্ধিত উইন্ডোকে চ্যালেঞ্জ জানাবে পিসিবি
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) সম্ভাব্য আড়াই মাসের উইন্ডো আইপিএলের জন্য রাখার প্রস্তাবের বিরোধিতা করবে পিসিবি। আগামী জুলাইতে আইসিসির এজিএমে বিষয়টি উত্থাপন করবে পিসিবি।
অবশ্য উইন্ডো সম্পর্কে আইসিসি থেকে কোনো ঘোষণা আসেনি। পরবর্তী আট বছরের চক্রের জন্য এফটিপি এখনও চূড়ান্ত হয়নি। তবে বিসিসিআইয়ের সচিব জয় শাহ সম্প্রতি বলেছেন, আইপিএলের জন্য একটি উইন্ডো নিশ্চিত করতে চায় তারা। কারণ সব দেশের শীর্ষ আন্তর্জাতিক ক্রিকেটাররা যেন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে।
পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএলে অন্তর্ভুক্ত করা হয় না। অথচ বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান আইসিসি টি-টোয়েন্টির ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ভালো নয় বলে এর প্রভাব পড়ে ক্রিকেটে। এফটিপিতে আইপিএল উইন্ডো যুক্ত হলে পাকিস্তানের আন্তর্জাতিক মৌসুম বেশি প্রভাবিত হবে।
এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘আইপিএল উইন্ডো বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা আসেনি। এ বিষয়ে আমার মতামত আছে, যা আমরা জুলাইয়ের বৈঠকে উত্থাপন করব।’
রমিজ রাজা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি স্বীকার করেছেন পরিস্থিতি তাঁর হাতে নেই।
এ ব্যাপারে পাকিস্তানের সাবেক তারকা বলেন, ‘আমি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথা বলেছি, আমি তাকে বলেছিলাম, তিনজন সাবেক ক্রিকেটার বোর্ডে রয়েছেন। যদি আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে লাভ কী? তিনি আমাকে দুবার আইপিএলে আমন্ত্রণ জানিয়েছিলেন, একবার দুবাইতে এবং একবার ভারতে। তবে এখনই সমাধান করতে সময় লাগবে, কারণ এটি একটি রাজনৈতিক ব্যাপার। যদি এটি ক্রিকেটীয় সমস্যা হতো, দুই মিনিটের মধ্যে সমাধান করতাম।’
‘২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হতে পেরেছি আমরা। মানুষ বুঝতে পেরেছে পাকিস্তানে বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজন করার যোগ্য।’
২০১৪ সাল থেকে আইপিএল আট দলের টুর্নামেন্ট ছিল। এখন নতুন দুটি দল যুক্ত হয়েছে। ম্যাচের সংখ্যা ৬০ থেকে ৭৪ হয়েছে। সামনে ম্যাচ আরও বাড়বে।