আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচন নিয়ে যা বললেন সৌরভ
অনেক দিন ধরেই খবর, বিসিসিআই সভাপতি ও ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আইসিসির চেয়ারম্যান পদে লড়তে পারেন। বিষয়টি নিয়েই মুখ খুললেন সাবেক এই তারকা ক্রিকেটার। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, আইসিসির চেয়ারম্যান হওয়াটা আমার হাতে নেই।
এ ব্যাপারে সৌরভ বলেন, ‘বিষয়টি আমার হাতে নেই।’ চলতি বছর নভেম্বরে আইসিসির নির্বাচন। যে প্রার্থী ৫১ শতাংশ ভোট পাবেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার চেয়ারম্যান নিযুক্ত হবেন।
সম্প্রতি ক্রিকবাজের খবরে জানা গেছে, সচিব জয় শাহ বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি পদে নির্বাচন করলে সৌরভ আইসিসির পরবর্তী চেয়ারম্যান পদে লড়তে পারেন। আইসিসির বোর্ড সভা আগামী নভেম্বরে। তখন পরবর্তী আইসিসি চেয়ারম্যান নির্বাচন হবে। তার আগে বিসিসিআইয়ে নির্বাচন।
আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচন নিয়ে সৌরভ ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘এখনও কিছু ভেবে দেখিনি। সময় তো রয়েছে।’
এদিকে ব্রিজেশ প্যাটেলের জায়গায় নতুন কেউ আইপিএল চেয়ারম্যান হতে পারেন। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।