আবার আলোচনায় পাকিস্তানের অধিনায়ক
ফের আলোচনায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। হামিজা মুখতার নামের এক নারী গত বছরই তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতন ও বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার অভিযোগ করেছিলেন। এরপর তাঁর বিরুদ্ধে মামলাও করেছিলেন মুখতার। আদালত পুলিশকে তদন্তের দায়িত্ব দেয়।
জিও টিভির খবরে জানা গেছে, সে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। হামিজা নিজেও স্বীকার করেছেন, বিখ্যাত হওয়ার জন্যই নাকি তিনি এ কাজ করেছিলেন। অভিযোগ তুলে নিয়ে নিজের ভুলও স্বীকার করেন তিনি।
গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি উঠে আসে। তবে এই ঘটনা নিয়ে ভাবতে রাজি নন বাবর। এই জন্য নিজের খেলাতে প্রভাব পড়তে দেবেন না বলেও জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে বাবর বলেন, ‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং আদালতের এখতিয়ারাধীন। আমার আইনজীবী বিষয়টা সামলাচ্ছে। জীবনে অনেক বাধা–বিপত্তির সামনে পড়ি আমরা। তবে এটা আমার খেলায় কোনো প্রভাব ফেলেনি।’