ইংল্যান্ড দলে ফিরলেন বাটলার ও লিচ
উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশ বাটলার ও বাঁহাতি স্পিনার জ্যাক লিচকে দলে ফিরিয়ে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
প্রথম চার টেস্ট শেষে নিজেদের কন্ডিশনে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। গতকাল ওভালে শেষ হওয়া চতুর্থ টেস্টে ১৫৭ রানের বড় ব্যবধানে হেরেছে ইংলিশরা। তাই শেষ টেস্টের দলে কিছু পরিবর্তন আনেন প্রধান কোচ ক্রিস সিলভারউড।
মঈন আলীর সঙ্গে শেষ টেস্টের দলে দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন লিচ। গত মার্চের পর আর কোনো টেস্ট খেলেননি তিনি। তার আগে ভারত ও শ্রীলঙ্কা সফরে ছয় টেস্টে ২৮ উইকেট নিয়েছিলেন লিচ।
দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে ওভালে চতুর্থ টেস্টে খেলতে পারেননি বাটলার। তবে শেষ টেস্টের জন্য প্রস্তুত তিনি। সহঅধিনায়ক হিসেবে বাটলার একাদশে ফিরলে জনি বেয়ারস্টো ও ওলি পোপের মধ্যে একজনকে জায়গা হারাতে হবে।
পেসার হিসেবে জেমস এন্ডারসন ও ওলি রবিনসনকে শেষ টেস্টে দলে নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে অধিনায়ক জো রুটকে। কারণ চলমান সিরিজে বল হাতে দারুণ ছন্দে আছে তারা।
মৌসুমের শুরুতে নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচের সিরিজ হেরেছিল ইংল্যান্ড। এবার ভারতের বিপক্ষে সিরিজ হারলে, ১৯৮৬ সালের পর ঘরের মাঠে টানা দুই টেস্ট হারবে রুটের দল।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে ম্যানচেস্টারে হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।
ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জশ বাটলার, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, ক্রিস ওকস ও মার্ক উড।