এমবাপ্পে ফুটবল সম্পর্কে যথেষ্ট জানে না : মার্টিনেজ
কাতারে ফুটবল মহাযজ্ঞের আর মাত্র অল্প সময় বাকি। সেনাপতি হিসেবে মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। তবে তার আগে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ফরাসি তারকা এমবাপ্পেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ফুটবল সম্পর্কে যথেষ্ট ধারণা নেই এমবাপ্পের, বিশেষ করে লাতিন আমেরিকার ফুটবল সম্পর্কে তেমন কিছুই জানে না সে—বলে মত দিয়েছেন মার্টিনেজ।
আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে কথা বলার সময়ে এমবাপ্পের করা পুরোনো এক মন্তব্য স্মরণ করিয়ে দেন এক সাংবাদিক। সেই কথার জবাবে ফ্রান্সের তারকা এমবাপ্পেকে নিয়ে এমন মন্তব্য করেন মার্টিনেজ।
বিশ্বকাপের কয়েকমাস আগে নিজের দল সম্পর্কে কথা বলেছিলেন ফরাসি তারকা। বিশ্বকাপে ভালো করবে এই আশা ব্যক্ত করে এমবাপ্পে বলেছিলেন, ‘ফ্রান্স সবসময় উঁচু স্তরের ম্যাচ খেলে একে-অপরের সঙ্গে। এই দাবি আর্জেন্টিনা-ব্রাজিলের মতো দল করতে পারে না। তাই আমি মনে করি, কাতারে দল হিসেবে ফ্রান্স ভালো করবে।’
জবাবে কাতারে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গোলরক্ষক মার্টিনেজ বলেন, ‘সে ফুটবল সম্পর্কে যথেষ্ট জানে না। সে কখনও দক্ষিণ আমেরিকায় খেলেনি। ফলে দক্ষিণ আমেরিকা এবং এখানকার ফুটবল সম্পর্কে তাঁর কোনো অভিজ্ঞতা নেই। তাই বিষয়টি নিয়ে তাঁর কথা বলা উচিত না। তবে তাঁর কথাতে আমাদের কিছু আসে যায় না। আমরা বিশ্বের দুর্দান্ত দল—এটি স্বীকৃত। মাঠে দেখিয়ে দিতে চাই আমাদের যোগ্যতা।’
এমবাপ্পের কথার বিরুদ্ধে মার্টিনেজের আগেও আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো কথা বলেছিলেন। এছাড়া ব্রাজিলের সাবেক কোচ তিতেও মন্তব্য করেছিলেন ফরাসি তারকার বিরুদ্ধে। খবর ফুটবলবিষয়ক জনপ্রিয় মাধ্যম গোল ডট কম।