কী বার্তা দিতে চান ধোনি?
প্রায় তিন বছর হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অবশ্য আইপিএলে এখনো খেলে যাচ্ছেন ভারতীয় দলের সবচেয়ে সফল এই অধিনায়ক। তাঁকে ঘিরে এখন নতুন আলোচনা শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি স্ট্যাটাসকে ঘিরে শুরু হয় এই আলোচনা। ভক্তদের নতুন করে কী বার্তা দিতে চান তিনি?
সামাজিক যোগাযোগমাধ্যমে ধোনি নিজেই জানিয়েছেন, একটি বার্তা দিতে চান। তবে পরিষ্কার করে কিছু বলেননি।
আগামীকাল রোববার দুপুর ২টায় সামাজিক যোগাযোগমাধ্যম ভক্তদের মুখোমুখি হবেন ধোনি। ফেসবুক লাইভে কথা বলবেন তিনি।
নিজের ফেসবুক পেজে ধোনি লেখেছেন, ‘আমি ২৫ সেপ্টেম্বর দুপুর ২ টায় আপনাদের সবার সাথে কিছু এক্সাইটিং খবর শেয়ার করব। আশা করি আপনাদের সবার সাথে সেখানে দেখা হবে।’
অনেকেই আলোচনা শুরু করে দিয়েছেন ধোনি কি ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানাবেন? অবশ্য সে কথায় তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।