চার বছরের জন্য নিষিদ্ধ ক্যারিবীয় তারকা
অ্যান্টি-ডোপিং নিয়ম ভাঙার কারণে চার বছরের নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান জন ক্যাম্পবেল। রয়টার্সের খবরে জানা গেছে এই তথ্য।
তিন সদস্যের স্বাধীন প্যানেল নমুনা সংগ্রহ করে জমা দেন।
কিংস্টনে গত এপ্রিলে রক্ত নমুনা দিতে অস্বীকৃতি জানান ক্যাম্পবেল। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করে জাডকো।
নিষিদ্ধ করার সিদ্ধান্তে বলা হয়, ‘জাডকোর ২.৩ ধারায় ডোপিং বিধিমালা ভেঙেছেন এই অ্যাথলেট। তিনি অনিচ্ছাকৃতভাবে এ কাজ করেছেন, এই কথার পক্ষে কোনো প্রমাণ খুঁজে পায়নি প্যানেল। এমন পরিস্থিতিতে চার বছর খেলতে পারবেন না এই অ্যাথলেট।’
ক্যাম্পবেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০টি টেস্ট, ছয়টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন। জুনে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।