চাহারের বদলে ভারতীয় দলে ওয়াশিংটন
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য দীপক চাহারের পরিবর্তে অফস্পিনার ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়েছে।
ওয়াশিংটন এখন পর্যন্ত চারটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এ বছর ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি।
ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টতে পিঠে চোট পান চাহার। লখনউতে প্রথম ম্যাচটি মিস করার পরে ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েন। তিনি এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবেন। সেখানে মেডিকেল দলের পর্যবেক্ষণে থাকবেন।
সিরিজের প্রথম ম্যাচে হেরে ভারত দ্বিতীয় ওয়ানডে খেলতে রাঁচিতে রওনা দিয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচটি হবে নয়াদিল্লিতে। কাল রাঁচিতে দ্বিতীয় এবং ১১ অক্টোবর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।