পিএসএলে অশ্লীল অঙ্গভঙ্গি, ফের বিতর্কে আমির
চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একের পর এক বিতর্কে জড়াচ্ছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। দিন চারেক আগে পিএসএলের দল পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমের দিকে বল ছুঁড়ে সমালোচনার মুখে পড়েছিলেন আমির। আর এবার মাঠে অশালীন অঙ্গভঙ্গি করে জড়ালেন বিতর্কে।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে, গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) করাচি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে করাচি কিংসের প্রতিপক্ষ ছিল লাহোর কালান্দার্স। কালান্দার্সের ব্যাটিংয়ের সময় ষষ্ঠ ওভারে বোলিং করতে আসেন আমির।
ওভারের তৃতীয় বলে আমিরকে কাট করেছিলেন শাই হোপ। পয়েন্ট দুর্দান্ত এক ক্যাচ ধরেন ইরফান খান নিয়াজি। হোপের উইকেট নিয়ে উদযাপনের সময় নিজের উরুতে চাপর মারেন আমির। যা ডব্লিউডব্লিউই এর ডি জেনারেশন এক্স সেলিব্রেশন এর সাথে মিলে যায়। আর এই নিয়েই সমালোচনার ঝড় উঠেছে ।
এর আগে বাবর আজমের দিকে বল ছুঁড়ে মেরেছিলেন এ বাঁহাতি পেসার। এছাড়াও আমিরের নিয়মিত স্লেজিং তো রয়েছেই। আমিরের এমন কর্মকাণ্ডে হতাশ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।
এক সাক্ষাতকারে শহীদ আফ্রিদি বলেন, ‘তুমি কি চাও আমির? ক্যারিয়ারের একটি কালো দাগ উঠিয়ে নতুন করে ফিরেছো তুমি। সত্যি বলতে তুমি কি করতে চাও?’