‘বিদায় ছোট ভাইয়েরা’, আর্জেন্টিনাকে খোঁচা মেরে ব্রাজিল তারকা
খেলার মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা পরস্পরের চরম প্রতিদ্বন্দ্বী। দুদলের লড়াই মানে ভক্তদেরও দুদলে ভাগ হয়ে যাওয়া। টোকিও অলিম্পিকেও দুদলের ম্যাচ নিয়ে কথার তর্ক চলছে ভক্তদের। ভক্তদের সঙ্গে মাঝে মাঝে তর্কে যোগ দেন খেলোয়াড়রাও। এই যেমন, অলিম্পিক থেকে আর্জেন্টিনা যখন বিদায় নিচ্ছে তখন ব্রাজিলের খেলোয়াড়রা গ্যালারিতে বসে বসে মজা নিচ্ছেন। আবার তাঁদের বিদায়ী মুহূর্তে খোঁচা দিয়ে বিদায় জানাচ্ছেন ব্রাজিল দলের খেলোয়াড়রা।
গতকাল বুধবার কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপ পর্বের এই ম্যাচ জিততে হতো আর্জেন্টিনাকে। কিন্তু তা পারেনি তারা। অলিম্পিক গেমস ফুটবলে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে আসর থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টাইনদের বিদায়ী ম্যাচটিতে গ্যালারিতেই ছিলেন ব্রাজিলের বেশ কয়েকজন তারকা। তাঁরাই ম্যাচ শেষে আর্জেন্টাইনদের খোঁচা দিলেন। সেই ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ব্রাজিলের সেন্টার মিডফিল্ডার দগলাস লুইজ।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন দগলাস লুইজ। ছবিতে দেখা যায়, আর্জেন্টিনা-স্পেন ম্যাচের চলাকালীন হাত নাড়িয়ে বিদায় জানান ব্রাজিল দলের চার খেলোয়াড় দগলাজ লুইস, ম্যাথিয়াস কুনিয়া, রেইনার জেসুস ও রিচার্লিসন। আর ক্যাপশনে লিখেছেন, ‘বিদায়, ছোট ভাইয়েরা।’
দগলাজের ওই পোস্টটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। গতকাল একই দিনে দারুণ জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল।
টোকিও অলিম্পিকে সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। জোড়া গোল করেছেন রিচার্লিসন। তাঁর সঙ্গে জালের দেখা পেয়েছেন ম্যাথিউস কুনিয়ার। আর সৌদি আরবের হয়ে একমাত্র গোলটি করেন আবন্দুলেলা আলামারি।
এদিন ম্যাচের ১৪ মিনিটে কুনিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর সৌদি আরবকে সমতায় ফেরান আলামারি।
যদিও শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্রাজিলকে জয় এনে দেন এভারটনের উইঙ্গার রিচার্লিসন। বিরতির পর ৭৬ মিনিটে দলকে এগিয়ে নেন রিচার্লিসন। আর ইনজুরি সময়ে আরেকবার বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৩-১ করেন।
একই গ্রুপের আরেক ম্যাচে আইভোরি কোস্টের সঙ্গে ড্র করেছে জার্মানি। বেঞ্জামিন হেনরিকসের আত্মঘাতী গোলে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে জার্মানি। এরপর শেষ দিকে মিডফিল্ডার এডুয়ার্ড লোয়েনের গোলে সমতায় ফিরলেও জেতা হয়নি জার্মানির। ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। বিদায় নিয়েছে সৌদি আরবও। নিজেদের প্রথম দুটি ম্যাচেই হেরেছে তারা।
‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। এরপর দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। এবার দ্বিতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করল দানি আলভেসের দল।