বিব্রতকর হলেও যে কাজটি করে যেতে চান রিজওয়ান
টি-টোয়েন্টি ক্রিকেট চার-ছক্কার খেলা। বিশেষ করে যারা টপ অর্ডারে নামেন তাদের দায়িত্বটা আরও বেশি। কিন্তু পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান হাঁটেন উল্টোপথে। বলা চলে, টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং খুব একটা দেখা যায় না তার ব্যাটে। এটা নিয়ে বেশ সমালোচিত হন রিজওয়ান।
তবে ব্যাপারটা বিব্রতকর হলেও খুব একটা ভাবছেন না তিনি। দলের চাহিদা নিজের সামর্থ্য দিয়ে পূরণ করে যেতে চান পাকিস্তানি তারকা।
চলতি বিপিএলেও একই ধাচে ব্যাটিং করছেন রিজওয়ান। তার ব্যাটে নেই ঝড়। উইকেট ধরে রেখে চেষ্টা করেন পরে পুষিয়ে দিতে। তবে বড় ইনিংস দেখা যায় না তেমন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সবশেষ ম্যাচেও পুরো ২০ ওভার উইকেটে থেকে ৪৭ বলে মাত্র ৫৫ রান করেছেন তিনি। এমন ব্যাটিং নিয়ে আজ রোববার (২২ জানুয়ারি) কুমিল্লার অনুশীলন চলাকালীন জানতে চাওয়া হলো পাকিস্তানি তারকার কাছে।
রিজওয়ান বলেছেন, ‘এটা আসলে খুব কঠিন ভূমিকা। কখনও কখনও এটাকে খুব বিব্রতকর মনে হয়। তবে আমি নিজের কাজটা জানি। দল আমার কাছে যা চায়, সেটাই করতে চাই আমি। কোচ, অধিনায়ক, মালিকপক্ষ ও পুরো কুমিল্লা দলে সবাই আমার পারফরম্যান্সে খুশি। এমন একজনকে তারা চায়, যে গোটা দলের অ্যাংকর হবে।'
কুমিল্লার তারকা ক্রিকেটার আরও বলেন, ‘পাকিস্তান দলে যেমন, তেমনি সব জায়গায়, যে কোনো দলে খেলি না কেন, তাদের চাওয়া পূরণ করতে চাই। আমি সবসময় কন্ডিশন পর্যবেক্ষণ করি, প্রতিপক্ষ বিশ্লেষণ করি এবং সবকিছু ভেবে নিজের কাজটা করি। কখনও কখনও এটা বিব্রতকর। কারণ টি-টোয়েন্টিতে সবাই চার-ছক্কা ভালোভাসে, ৩৫-৪০ বলে ৬০-৭০ রান দেখতে চায়। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ম্যাচ জেতা এবং আমার পারফরম্যান্স যেন দলের জয়ে কাজে লাগে।’

ক্রীড়া প্রতিবেদক