বিশ্বকাপ খেলতে যাওয়ার ভিসা পায়নি আফগানিস্তান
আর কদিন পর শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজে আসরটি বসছে ১৪ জানুয়ারি। টুর্নামেন্ট চার দিন আগেও ভিসা জটিলতা কাটেনি আফগানিস্তান যুব দলের। অবশ্য এই জটিলতা অবসানে চেষ্টা করছে আইসিসি।
আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি এক বিবৃতিতে বলেন, ‘সমস্যার সমাধান, দলটাকে ভ্রমণের অনুমতি দেওয়ার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আপাতত আমরা প্রস্তুতি ম্যাচগুলোর সূচি বদলে দিয়েছি, যাতে এরই মধ্যে সেখানে পৌঁছে যাওয়া দলগুলো ১৪ জানুয়ারি টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি চালিয়ে যেতে পারে।’
ক্রিকবাজের খবরে জানা গেছে, গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগেও এমন জটিলতায় পড়েছিল আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। শেষ পর্যন্ত সে জটিলতা কাটিয়ে টুর্নামেন্টে খেলেছিল তারা।
কী কারণে আফগানিস্তান ভিসা পাচ্ছে না, সেটি এখনো জানা যায়নি। তবে প্রস্তুতি ম্যাচ বাতিলের ঘোষণা দিয়েছে আইসিসি।
এবারের যুব বিশ্বকাপে ১৬টি দল খেলবে। ৪৮টি ম্যাচে লড়াই করবে দলগুলো। ফাইনাল হবে ৫ ফেব্রুয়ারি। আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২০ সালের যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল লাল-সবুজের দলের যুবারা।
শিরোপার লড়াইয়ে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশ খেলবে কানাডা, ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে।
‘বি’ গ্রুপে ভারত, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও উগান্ডা।
‘সি’ গ্রুপে জিম্বাবুয়ে, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি, পাকিস্তান।
‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
নিউজিল্যান্ড এই আসরে খেলবে না। তাই স্কটল্যান্ড সুযোগ পেয়েছে।

স্পোর্টস ডেস্ক