মেসিদের ছাদখোলা বাসে ব্রিজ থেকে লাফ ভক্তদের
বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে আনন্দ আর ধরছে না আর্জেন্টাইনদের। লিওনেল মেসিদের বরণ করে নিতে আর্জেন্টিনার রাস্তায় মানুষের ঢল। মেসিরা বিমানবন্দরে পা রাখার পর থেকে থেকেই শুরু হয়েছে উৎসব। যা থামছে না কিছুতেই।
ভক্তদের আনন্দ মিছিলে যোগ দিতে ছাদখোলা বাসে করে শহর শোডাউন করেছে আর্জেন্টিনা ফুটবল দল। বাসের চাপ পাশে ঘিরে আছে ভক্তরা। চলছে জয়ের গান, বাজছে ঢামাঢোল। বুয়েন্স আইরেস যেন এখন উৎসবের নগরী। এর মধ্যেই বাধে আবার বিপত্তি। উচ্ছ্বাস ধরে না রাখতে পেরে ব্রিজ থেকে মেসিদের বাসে লাফিয়ে পড়ছেন ভক্তরা। এতে আহত হওয়ার খবরও মিলেছে।
মূলত এই ছাদখোলা বাসে করে বুয়েন্স আইরেস থেকে সেন্ট্রাল ওবিলিস্কে যাওয়ার কথা ছিল মেসিদের। কিন্তু জনতার ঢল সামলে এত দূর যাওয়া কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই শেষ পর্যন্ত হেলিকপ্টারে করে মেসিদের নিয়ে যাওয়া হয় এজেইজায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সদরদপ্তরে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, ব্রিজ থেকে ভক্তরা লাফ দিয়ে মেসিদের বাসে পড়েছেন। লাফ দেওয়া দুজনের একজন বাসের ছাদে পড়েন। আরেকজন পড়েন রাস্তায়। এ ছাড়াও আহত হওয়ার ঘটনাও ঘটেছে। তবে আশার খবর হলো, কারো অবস্থা আশঙ্কাজনক নয়।
এ ছাড়াও স্থানীয় মানুষের দাবি, ফুটবলারদের উদ্দেশে বিভিন্ন জিনিস ছোড়া হয়েছে, যাতে তাদের আঘাত লাগতেও পারত। মেসিদের নিরাপত্তা নিয়ে এতে সমস্যা দেখা দিয়েছে।
এদিকে এই অবস্থায় আর্জেন্টিনার প্রেসিডেন্টের মুখপাত্র গ্যাব্রিয়েল্লা চেরুত্তি টুইট করেন, ‘জনতার আনন্দ-উল্লাসের মাঝে রাস্তায় খেলোয়াড়দের নিয়ে আসা অসম্ভব হয়ে পড়েছে। তাই বিশ্ব চ্যাম্পিয়নদের হেলিকপ্টারে উড়িয়ে আনা হয়।’