ম্যানচেস্টার ইউনাইটেডের হলো কী?
খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে তো বটেই, সেইসঙ্গে আগামী মৌসুমেও ইউরোপসেরা প্রতিযোগিতায় খেলার যোগ্যতা হারিয়েছে প্রিমিয়ার লিগের দলটি। এ ছাড়া একের পর এক ম্যাচে তাদের দুর্দশা ভাবাচ্ছে ম্যানইউ’র পুরো দলকে নিয়েই।
গতকাল শনিবারও রীতিমতো বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেরা তো গোলের দেখা পায়নি। উলটো খেয়েছে গুনে গুনে চার গোল। অবশ্য খেলার যে দুর্দশা ছিল তাতে আরও গোল খেলেও অবাক হওয়ার কিছু ছিল না।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানইউকে কাল ৪-০ গোলে হারিয়েছে ব্রাইটন। দলের হয়ে প্রথম গোল করেছেন মোইসেস কেইসেদো। এরপর ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কুকুরেইয়া। এরপর আরও দুই গোল দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ব্রাইটন। পরের দুই গোল করেছেন পাসকেল গ্রস ও লিওনার্দো ট্রসার্ড।
প্রিমিয়ার লিগে শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জিতেছে মাত্র একটিতে বাকিটিতে ড্র। এ ছাড়া বাজে সময় কাটানো ইউনাইটেড চলতি মৌসুমে এখন পর্যন্ত হজম করেছে ৫৬টি গোল। যেটা প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ গোল খাওয়ার রেকর্ড তাদের।
পুরো দলের খেলা ছিল বিব্রতকর। জ্বলে উঠতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও। পুরো ম্যাচেই ছন্দহীন ছিলেন পর্তুগিজ তারকা। পুরো দলের হতাশায় শেষ হলো ব্রাইটনের সঙ্গে লড়াই।
চলতি লিগে ৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ছয়ে আছে ইউনাইটেড। ৮৩ পয়েন্ট নিয়ে লিগে সবার ওপরে আছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শিরোপার লড়াইয়ে থাকা ম্যানচেস্টার সিটি।