যুক্তরাষ্ট্রের আদালতে রোনালদোর বিরুদ্ধে করা মামলা খারিজ
২০০৯ সালের ঘটনা। ক্যাথরিন মায়োর্গা নামের এক মার্কিন নারী ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন। লাস ভেগাসের একটি হোটেলে ধর্ষিত হয়েছেন বলে পর্তুগিজ তারকার বিরুদ্ধে মামলাও করেছিলেন তিনি।
রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের মামলাটি খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। মায়োর্গারের অভিযোগ ধোপে টেকিনি।
যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ জেনিফার ডরসি নেভাদার মামলাটি খারিজ করে দেন। ৪২ পৃষ্ঠার এক রায়ে বিচারক লিখেছেন, ‘বাদীপক্ষের আইনজীবী চুরি করা ও বিশেষ কিছু ডকুমেন্ট দিয়ে মামলা চালিয়ে নেওয়ার চেষ্টা করেন। যা রোনালদোর ব্যাপারে অনাস্থা তৈরি করেছিল।’
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, তথ্যের অপব্যবহার ও মামলার প্রক্রিয়া স্পষ্টভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা। তাই মায়োর্গা এই মামলা চালিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছেন।
রোনালদো বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা এবং পাঁচবার বিশ্বের সেরা খেলোয়াড়ের ব্যালন ডি'অর পুরস্কার বিজয়ী।
এই ঘটনায় রোনালদোর মা দোলোরেস বলেছিলেন, ‘যাই হোক না কেন, আমার ছেলেকে আমি চিনি। তবে ও(ক্যাথরিন) নিশ্চয়ই রোনালদোর হোটেলে শুধু তাস খেলতে যায়নি।’
এই ঘটনায় বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে সবসময় পাশে পেয়েছেন রোনালদো।