নতুন মাইলফলক স্পর্শ করলেন রোনালদো
ফুটবলের ইতিহাসে এক নতুন উচ্চতা ছুঁলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। গোল করার ক্ষধা যেন মিটছেই না তার। রোনালদো নিজেই বলেছিলেন ১০০০ গোল না করে তিনি থামতে চান না। এবোর নতুন মাইলফলক ছুঁয়ে সেই পথেই আরো এক ধাপ এগিয়ে গেলেন। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৯৫০ গোল করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। নিজের লক্ষ্য থেকে আর মাত্র ৫০ গোল দুরে এই পর্তুগিজ তারকা।
গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে আল-হাজমের বিপক্ষে আল নাসেরর ২-০ গোলে জয়ে ম্যাচে রোনালদোর পা থেকে এসছে একটি গোল। এতেই নতুন রেকর্ড গড়েন তিনি।
এদনি আল হাজমের বিপক্ষে ম্যাচের শুরুতেই জোয়াও ফেলিক্ষেরে গোলে এগিয়ে যায় আল নাসের। ২৫ মিনিটে প্রথম গোলটি করে তিনি। এরপর ম্যাচের ৮৮ মিনিটে রোনালদো তার ঐতিহাসিক গোলটি করেন। পর্তুগিজ দুই তারকার গোলেই শেষ পর্যন্ত ম্যাচটিতে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আল নাসের।
ম্যাচ শেষে উচ্ছ্বাসিত রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে আমি খুশি। সব সময় আরও কিছু বড় অর্জনের জন্য ক্ষুধার্ত।’
এই জয়ে সৌদি প্রো লিগে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জিতে শীর্ষে রয়েছে আল নাসের। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। রোনালদো এই মৌসুমে ৮ ম্যাচে ৭ গোল করেছেন, যার মধ্যে ৬টি গোল সৌদি লিগে এবং ১টি গোল করেছেন সৌদি সুপার কাপে। রোনালদোর আরেক সতীর্থ পর্তুগিজ তারকা ফেলিক্সও রয়েছেন দারুণ ফর্মে। গতকাল গোল করার পর সৌদি লিগে ৬ ম্যাচে শেষে তার গোলসংখ্যা ৯টি।
২০২৬ বিশ্বকাপের আগে দুর্দান্ত সময় পার করছেন পর্তুগিজ অধিনায়ক। ২০২৫ সালে সব মিলিয়ে ৩৮ ম্যাচে ৩৪ গোল করেছেন রোনালদো, যেখানে ক্লাবের হয়ে ৩০ ম্যাচে ২৬ গোল এবং জাতীয় দলের হয়ে ৮ ম্যাচে ৮ গোল। বয়সের বাঁধা পেরিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন তিনি, তাতে অতি দ্রুতই হয়তো নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন রোনালদো।

স্পোর্টস ডেস্ক