রোনালদোকে বরণ করে নিতে প্রস্তুত আল নাসের
সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো—এ খবর এখন সবারই কমবেশি জানা। শুধু অপেক্ষাটা ছিল ক্লাবে তাঁর আনুষ্ঠানিকভাবে পা রাখার। সেই অপেক্ষার পালা শেষ, রোনালদোও পৌঁছে গেছেন সৌদি আরবের রাজধানী রিয়াদে। আজ মঙ্গলবার জমকালো আয়োজনের মাধ্যমে তাঁকে ভক্ত-সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে রিয়াদের ক্লাবটি।
বিশ্বকাপ শুরুর আগ মুহুর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের কর্মকর্তাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন রোনালদো। তখনই সিআর সেভেনের ভক্তরা বুঝে গিয়েছিল ম্যানইউ’র সাথে সম্পর্কের ইতিটা এখানেই টানতে হচ্ছে রোনালদোকে। হয়েছেও তাই, বিশ্বকাপের পরপরই নতুন ক্লাবে যোগ দিবেন রোনালদো এমন তথ্য ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে। তবে কোন ক্লাবে যোগ দিবেন রোনালদো তা নিয়ে আগ্রহ ছিল সমর্থকদের । ইউরোপের কোনো ক্লাব এই তারকাকে নিয়ে আগ্রহ না দেখানোয় সৌদির ক্লাব আল নাসের সেই সুযোগ লুফে নেয়। রেকর্ড ২০৯ মিলিয়ন ইউএস ডলার পারিশ্রমিকে তাঁকে দলে ভেড়ায়। যা ফুটবল ইতিহাসে কোনো ফুটবলারের সর্বোচ্চ পারিশ্রমিক।
রোনালদোকে আল নাসেরের জার্সিতে খেলতে দেখার যে স্বপ্ন দেখেছিল আল নাসেরের সমর্থকরা, তা এখন সত্যি। অপেক্ষা শুধু আল নাসেরের জার্সিতে এই বিশ্বসেরা ফুটবলারের মাঠে নামার। তবে এখনই মাঠে নামা হচ্ছে না সিআর সেভেনের। রিয়াদের মারসৌল পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় আজ তাঁকে আনুষ্ঠানিকভাবে ভক্তদের সামনে উপস্থাপন করা হবে। আর এই আয়োজন উপলক্ষ্যে প্রায় ৩০হাজার দর্শক মাঠে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। রোনালদোকে ফ্যানদের সামনে হাজির করার আগে তাঁর মেডিকেল চেক আপ করা হবে।
এরপর ২ ঘন্টার আয়োজনে ভক্তদের মারসৌল পার্ক স্টেডিয়ামে হাজির হয়ে ভক্তদের উদ্দেশ্য কিছু কথা বলবেন রোনালদো।
এদিকে আরব নিউজের খবর অনুসারে, রোনাদোর আগমনের খবরে রীতিমত জার্সি কেনার ধুম লেগেছে সৌদিতে আল নাসেরের অফিশিয়াল স্টোরে। জার্সি তৈরিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে জার্সি প্রস্তুতকারকদের।
শুধু তাই নয় সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, রোনালদোর আল নাসেরে যোগ দেয়ার সঙ্গে সঙ্গে আল নাসেরের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভক্ত-অনুসারীদের সংখ্যা রেকর্ড পরিমাণ বাড়তে শুরু করেছে। হওয়াটাই স্বাভাবিক, রোনালদো বলে কথা।
মার্কার প্রতিবেদন অনুসারে, গত ৩০ ডিসেম্বর ২০২৫ সাল পযর্ন্ত আল নাসেরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সাক্ষর করেন রোনালদো। তবে, রোনালদোকে মাঠে দেখতে কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্ত-সমর্থকদের। আগামী ১৩ জানুয়ারি আল শাবাবের বিপক্ষে ম্যাচ দিয়ে আল নাসেরে অভিষেক হতে পারে ৩৭ বছর বয়সী এই তারকা ফুটবলারের।