হারে শুরু চ্যাম্পিয়ন ম্যানসিটির
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/16/telemmglpict000268178741_trans_nvbqzqnjv4bq2mm0mdlb_hri0ac4jjl6biw-rchkp2nuwe4npz1zepe.jpeg)
হার দিয়ে লিগ শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ছবি : সংগৃহীত
মৌসুমের শুরুটা ভালো হলো না গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগের সূচনা ম্যাচে তারা হেরে গেছে টটেনহ্যাম হটস্পারে কাছে।
গতকাল রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে ম্যানসিটি ১-০ গোলে হেরেছে টটেনহ্যামের কাছে। ম্যাচে একমাত্র গোলটি করেন হিউং-মিন।
ম্যাচের ৫০ ম্যান সিটি এগিয়ে যেতে পারত। রাহিম স্টার্লিংয়ের শট রুখে দেন টটেনহ্যাম গোলরক্ষক।
৫৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে টটেনহ্যাম এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে জয়সূচক গোলটি করেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন।
ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রেখেছিল ম্যানসিটি। তারপরও তারা হেরেছে ম্যাচে।