ভারতে আফ্রিদি-ভক্তকে আটক করেছে পুলিশ!
ভারত-পাকিস্তানের সম্পর্কটা যে খুব একটা ভালো নয়, তা কারোরই অজানা নেই। এমন অবস্থায় ভারতীয় এক যুবক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির নাম লেখা জার্সি পরে পুলিশের হাতে আটক হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজি জানিয়েছে, সম্প্রতি আসামে এমন ঘটনা ঘটেছে। রিপন চৌধুরী নামের এক যুবকের প্রিয় ক্রিকেটার আফ্রিদি। নিজের প্রিয় ক্রিকেটারের নাম লেখা জার্সি পরে রাস্তায় হাঁটতে গিয়ে আটক হয়েছেন তিনি। ভারতীয় যুব মোর্চা কমিটির অভিযোগ, আফ্রিদির জার্সি পরে রিপন ‘জাতীয়তাবিরোধী’ অপরাধ করেছেন বলেই পুলিশ আটক তাঁকে আটক করে।
এর আগে প্রায় একই রকম ঘটনা পাকিস্তানেও ঘটেছিল। এ বছর ফেব্রুয়ারিতে ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির এক ভক্তকে ১০ বছরের জেল দেওয়া হয়েছিল। উমার দারাজ নামের পাকিস্তানের সেই কোহলি-ভক্ত তাঁর বাড়ির ছাদে ভাতীয় পতাকা উড়িয়েছিলেন বলেই।
সে সময়ে কোহলি-ভক্ত বলেছিলেন, ‘বিরাট কোহলির জন্য আমি ভারতীয় দলকে সমর্থন করি। কারণ আমি বিরাট কোহলির বড় ভক্ত। তাই নিজের বাড়ির ছাদে আমি ভারতের পতাকা উড়িয়েছি।’
পরে অবশ্য সেই কোহলি-ভক্তকে জামিনে মুক্তি দেওয়া হয়। হয়তো সে কারণে এবার ভারতে আফ্রিদি-ভক্তকে পুলিশ আটক করে।

ক্রীড়া প্রতিবেদক