ওয়ানডে সিরিজও পাকিস্তানের
অনেক দিন পর পাকিস্তান ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে অধীর। প্রথম ওয়ানডে জিতেছিল ৪১ রানে। শুক্রবার অধিনায়ক আজহার আলীর শতকের সুবাদে দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়েকে সহজেই ছয় উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।
টানা পাঁচটি সিরিজে ব্যর্থতার পর এটাই পাকিস্তানের প্রথম ওয়ানডে সিরিজ জয়। এর আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও নিজেদের কাছে রেখে দিয়েছে স্বাগতিকরা।
আজহার একা নন, শতক করেছেন জিম্বাবুয়ের পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটসম্যান সিকান্দার রাজাও। তবে তা জিম্বাবুইয়ানদের হারের বৃত্ত থেকে বের করে আনতে পারেনি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সাত উইকেটে ২৬৮ রান করেছে জিম্বাবুয়ে। ৮৪ বলে আটটি চার ও তিনটি ছক্কায় ঠিক ১০০ রান করে অপরাজিত থেকে যান রাজা। ওয়ানডেতে এটা তার দ্বিতীয় শতক।
শতক পেতে পারতেন চামু চিভাভাও। কিন্তু ৯৯ রানে দাঁড়িয়ে শোয়েব মালিকের বল সুইপ করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে যান এই ওপেনার। চিভাভার ১০০ বলে খেলা আক্ষেপভরা ইনিংসে চার ১১টি ও ছক্কা একটি। ওয়ানডেতে জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯৯ রানে আউট হওয়ার দুর্ভাগ্য তাঁরই। এর আগে অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যালেস্টার ক্যাম্পবেল ও ম্যালকম ওয়ালার ৯৯ রান করলেও তিনজনই ছিলেন অপরাজিত।
গত মাসে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শতক করলেও দলকে জয় এনে দিতে পারেননি আজহার। তবে এবার আর আক্ষেপে পুড়তে হয়নি পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ককে। সিকান্দার রাজার মতো আজহারেরও এটা দ্বিতীয় শতক। ১০৪ বলে খেলা ১০২ রানের অধিনায়কোচিত ইনিংসটি সাজানো আটটি চারে। তবে কোনো ছক্কা নেই।
৪১তম ওভারে আজহার বিদায় নিলেও (তখনো জয় থেকে ৬০ রান দূরে পাকিস্তান) হারিস সোহেলের ৪৯ বলে অপরাজিত ৫২ এবং শোয়েব মালিকের ২০ বলে অপরাজিত ৩৬ রানের দুটো আক্রমণাত্মক ইনিংস ১৬ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দিয়েছে স্বাগতিক দলকে।
রোববার তৃতীয় ও শেষ ওয়ানডেও হবে গাদ্দাফি স্টেডিয়ামে।