৪৪ বছরের পুরোনো রেকর্ডও ভাঙলেন তাঁরা!
নিউজিল্যান্ডের কন্ডিশনে দক্ষিণ এশিয়ার দলগুলোর পক্ষে ভালো কিছু করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলগুলোকে সেখানে গিয়ে রীতিমতো কঠিন পরীক্ষা দিতে হয়। তাই বাংলাদেশের মতো দলকে সেখানে ভালো কিছু করা আরো কঠিন ব্যাপার মনে হয়েছিল। তা ছাড়া ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজে একেবারেই বাজে পারফরম্যান্স দেখিয়েছিলেন মাশরাফি-সাকিবরা।
অথচ সেই বাংলাদেশকে টেস্টে অন্যরূপে দেখা গেল। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনটা মোটামুটিভাবেই কাটিয়েছে তারা। দ্বিতীয় দিনে সাকিব-মুশফিক জুটি দারুণ কিছু কীর্তি গড়ে দলকেই শুধু সুদৃঢ় অবস্থানে নিয়ে যাননি, গড়ে ফেললেন দারুণ কিছু রেকর্ডও।
তার মধ্যে অন্যতম, নিউজিল্যান্ডের মাটিতে ৪৪ বছরের একটি পুরোনো রেকর্ড ভেঙে ফেলেছেন সাকিব-মুশফিক জুটি। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে অতিথি দলগুলোর সর্বোচ্চ জুটি ছিল ৩৫০ রানের। ১৯৭৩ সালে সফরকারী পাকিস্তানের পক্ষে আসিফ ইকবাল ও মুশতাক মোহাম্মদ জুটি এই রেকর্ড গড়েছিলেন।
দীর্ঘদিন পরে হলেও দুই পাকিস্তানি তারকার সেই রেকর্ডকে ছাড়িয়ে গেলেন সাকিব-মুশফিক। তাঁরা গড়ছেন ৩৫৯ রানের জুটি। তা ছাড়া বাংলাদেশের পক্ষে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানেরও জুটি এটি। তামিম ইকবাল-ইমরুল কায়েসের ৩১২ রানের জুটিকে পেছনে ফেলেছেন তাঁরা। টেস্ট ইতিহাসে পঞ্চম উইকেট জুটিতে তা চতুর্থ সর্বোচ্চ।
এদিনের ডাবল সেঞ্চুরিতে সাকিব তাঁর ব্যক্তিগত ঝুলিটাকে আরো সমৃদ্ধ করেছেন। টেস্ট ক্রিকেটে তিন হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাঁর মোট সংগ্রহ এখন ৩১৪৬ রান।
সাকিব-মুশফিকের সাফল্যে বাংলাদেশ এই টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় সংগ্রহ গড়েছে। সাত উইকেট হারিয়ে তারা করেছে ৫৪২ রান। অবশ্য এখনো ইনিংস ঘোষণা করেনি তারা।