পাঁচ ক্যাচ নিয়ে ইমরুলের বিশ্বরেকর্ড

১৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে নেইল ওয়াগনারের লাফিয়ে ওঠা একটি বলে আঘাত পান মুশফিকুর রহিম। অবশ্য সেই ব্যথা নিয়েই ব্যাট করেন মুশি। তবে গ্লাভস হাতে আর নামেননি জাতীয় দলের এই অধিনায়ক। তাঁর বদলে উইকেটের পেছনে দাঁড়ান ইমরুল কায়েস। প্রথম ইনিংসে ব্যাট হাতে কিছু করতে না পারলেও উইকেটের পেছনে দারুণ রেকর্ড করেছেন কায়েস।
উইকেটের পেছনে পাঁচটি ক্যাচ নিয়েছেন তিনি। টেস্ট ইতিহাসে এই প্রথম বদলি কোনো উইকেটরক্ষক হিসেবে পাঁচ ক্যাচ নিয়েছেন ইমরুল। এর আগে ২০১০ সালে মিরপুরে ভারতের বিপক্ষে আর কলম্বোয় ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি করে ক্যাচ ধরেন মুশফিক।
তৃতীয় দিন জিভ রাভালের ক্যাচ দিয়ে শুরু করেন ইমরুল। এর পর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের ক্যাচও নেন তিনি। আজ কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং আর নেইল ওয়াগনারের ক্যাচ নেন ইমরুল। উইকেটের পেছনে অবশ্য এর আগেও দাঁড়িয়েছেন ইমরুল। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টেও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান।