চূড়ান্ত হলো শ্রীলঙ্কা সফরের সূচি

আগামী মার্চে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ, তা আগেই ঠিক হয়ে ছিল। দেরিতে হলেও এবার ঠিক হলো সফরের সূচিও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরই মধ্যে সূচি প্রকাশ করেছে।
সফরে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। সফরটি শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে।
এই সফরকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। আর মাশরাফি-মুশফিকদের ঢাকা ছেড়ে যাওয়ার কথা ২৭ ফেব্রুয়ারি। ভারতের একমাত্র টেস্ট খেলে আসার পর খেলোয়াড়দের ১২ দিনের ছুটি দেওয়া হয়েছে।
অবশ্য এই ছুটিতে কেউ কেউ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গেছেন। মাহমুদউল্লাহ দুটি এবং তামিম ইকবাল এরই মধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছেন। দু-একদিনের মধ্যে যেতে পারেন সাকিব আল হাসানও।
শ্রীলঙ্কা সফরের সূচি
টেস্ট সিরিজ
দুই দিনের প্রস্তুতি ম্যাচ : ২-৩ মার্চ (মরাটুয়া ক্রিকেট স্টেডিয়াম)
প্রথম টেস্ট : ৭-১১ মার্চ (গল)
দ্বিতীয় টেস্ট : ১৫-১৯ মার্চ (কলম্বো)
ওয়ানডে সিরিজ
প্রস্তুতি ম্যাচ : ২২ মার্চ (কলম্বো)
প্রথম ওয়ানডে : ২৫ মার্চ (ডাম্বুলা, দিবা-রাত্রি)
দ্বিতীয় ওয়ানডে : ২৮ মার্চ (ডাম্বুলা, দিবা-রাত্রি)
তৃতীয় ওয়ানডে : ১ এপ্রিল (এসএসসি)
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি : ৪ এপ্রিল (আরপিআইসিএস)
দ্বিতীয় টি-টোয়েন্টি : ৬ এপ্রিল (আরপিআইসিএস)