সিঙ্গাপুরে দুই ম্যাচেই হেরেছে নারী দল

আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ নারী দল। এই আসরের প্রস্তুতির অংশ হিসেবে সিঙ্গাপুর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় নারী দল।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ নারী ফুটবল দল।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না।
বাংলাদেশের এই দলে ছিলেন মূল জাতীয় দলের চার খেলোয়াড়, অন্য খেলোয়াড়দের সবাই অনূর্ধ্ব-১৬ দলের সদস্য। আগামীকাল রোববার দেশে ফিরবে নারী দল।