কোহলি-ধোনি নয়, শচীন-সৌরভকে এগিয়ে রাখলেন হরভজন
কোহলি, না টেন্ডুলকার? এ দুই ব্যাটসম্যানকে নিয়ে আলোচনাটা বেশ জমে উঠেছে। দুর্দান্ত ব্যাটিং আর অধিনায়কত্ব দিয়ে পূর্বসূরি শচীন টেন্ডুলকারকে দিন দিন ছাপিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। গত বছরটা অসাধারণ কাটিয়েছেন কোহলি। পর পর চারটি সিরিজে ডাবল সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক। তিন ফরম্যাট মিলিয়ে আড়াই হাজারের বেশি রান করেছেন এই ব্যাটসম্যান। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, আর কয়েক বছর এভাবে খেললে নিশ্চিতভাবেই শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন বিরাট কোহলি।
তবে তেমনটা মনে করছেন না হরভজন সিং। ভারতীয় ক্রিকেটের তারকা এই স্পিনার জানালেন, টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়াটা কোহলির পক্ষে বেশ কঠিন। কারণ হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটকে দায়ী করেছেন ভাজ্জি। তিনি বলেন, ‘কোহলির চেয়ে শচীনকে এগিয়ে রাখব আমি। শচীন গ্রেট বোলারদের মোকাবিলা করেছেন। আর এখন সেই মানের বোলার কই? আন্তর্জাতিক ক্রিকেটে এখন ম্যাকগ্রা, ওয়াসিম আকরাম, মুরালিধরনের মতো বোলার নেই বলে মনে করেন হরভজন। তিনি বলেন, ‘এখন তো বোলিংয়ের মান অনেকটাই পড়ে গেছে। শচীনকে যেসব বোলারকে খেলতে হয়েছে, এখানকার বোলারদের মান ততটা ভালো নয়।’
বোলার তৈরি না হওয়ার জন্য টি-টোয়েন্টি ক্রিকেটের আগ্রাসী রূপকে দায়ী করেন ভাজ্জি। ‘টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার পর থেকে বোলারদের মান নষ্ট হয়ে যাচ্ছে। এখন টি-টোয়েন্টিতে ১০ ওভারের মধ্যেই চার-পাঁচ উইকেট পেয়ে যান বোলাররা। রান তোলার তাগিদের কারণে পরিশ্রম না করেই উইকেট পাচ্ছেন বোলাররা।’ ভালো বল করলেও বোলাররা এখন প্রাপ্য সম্মানটুকু পান না বলেও জানান ভাজ্জি।
ভাজ্জি বলেন, ‘টি-টোয়েন্টির প্রভাবে বাউন্ডারি লাইন কমে গেছে। ব্যাটসম্যানের একটা মিস হিটও ছক্কা হয়ে যায়, যা স্পিন বোলিংকে খুন করার শামিল।’ তিনি আরো বলেছেন, স্পিনারদের পক্ষে কিছুই নেই। ভালো পিচ তৈরির প্রয়োজন। টেস্ট ম্যাচ পাঁচ দিন ধরেই চলা উচিত, যাতে স্পিনাররা পারফর্ম করার জন্য প্রয়োজনীয় সময়টুকু পান।’ কোহলির পক্ষে রান করা সহজ হচ্ছে বলেই শচীনকে এগিয়ে রাখেন হরভজন।
এ ছাড়া নিজের সময়ের সেরা অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলীকে এগিয়ে রাখেন এই স্পিনার। সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বেই ক্যারিয়ারের স্বর্ণসময়টা কাটিয়েছেন হরভজন সিং। ভাজ্জিকে ভারতীয় দলে টিকিয়ে রাখতে বেশ কাঠখড়ও পোড়াতে হয়েছে সৌরভকে। আর মহেন্দ্র সিং ধোনির দলে অশ্বিনের কাছে জায়গা হারিয়ে ফেলেন ‘দ্য টার্বুনেটর’। এই কারণে অধিনায়ক হিসেবে ধোনির চেয়ে সৌরভ গাঙ্গুলীকে এগিয়ে রাখলেন হরভজন সিং।

স্পোর্টস ডেস্ক