তামিমের অসাধারণ সেঞ্চুরি
নিউজিল্যান্ড সফরের দুটি টেস্ট এবং হায়দরাবাদে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাটহাতে খুব একটা সাফল্য পাননি তিনি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলে শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে সেই তামিম ইকবালকে অন্য রূপে দেখা গেল। দুদিনের ম্যাচের প্রথম দিনে করেছেন অসাধারণ একটি সেঞ্চুরি।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৬ রানের মাথায় ওপেনার সৌম্য সরকারের উইকেটটি হারিয়ে বসে। সেই ধাক্কাটা ভালোভাবেই সামলেছেন দ্বিতীয় উইকেট জুটিতে তামিম-মুমিনুল। দুজনে ১৪৩ রানের জুটি গড়ে স্বাগতিক শ্রীলঙ্কা সভাপতি একাদশের বিপক্ষে।
অবশ্য মুমিনুল ৭৩ রান করে এবং তামিম ১৩৭ রান করে স্বেচ্ছা অবসর নেন। আর লিটন দাস খেলেছেন ৫৭ রানের একটি হার-না-মানা ইনিংস।
তামিম চমৎকার এই্ ইনিংসটি খেলতে ১৭০ বল খরচ করেন। যাতে চারের মার ৮টি এবং ৭টি ছক্কা।
দিন শেষে বাংলাদেশ বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে, দিন শেষে সাত উইকেট হারিয়ে ৩৯১ রান করে।

ক্রীড়া প্রতিবেদক