এবার জ্বললেন অস্ট্রেলিয়ার পেসাররা
ভারত সফরে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। শুরুটা হয়েছিল অখ্যাত স্টিভ ও’কাফিকে দিয়ে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে বড় অবদান রেখেছিলেন এই বাঁহাতি স্পিনার। বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে আট উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন আরেক অসি স্পিনার নাথান লায়ন। আর দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসাররা। জশ হ্যাজেলউড আর মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ২৭৪ রানে। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে করতে হবে ১৮৮ রান।
৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতই দিয়েছিলেন ভারতের ব্যাটসম্যানরা। বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন শেষে চার উইকেট হারালেও স্কোরবোর্ডে জমা হয়েছিল ২১৩ রান। পঞ্চম উইকেটে ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছেড়েছিলেন অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারা। তবে আজ চতুর্থ দিনে জুটিটা খুব বেশি দীর্ঘ করতে পারেননি এই দুই ভারতীয় ব্যাটসম্যান। ব্যক্তিগত ৫২ রানের মাথায় রাহানেকে থামিয়ে দিয়েছিলেন স্টার্ক। পরের বলে করুণ নায়ারের উইকেটও তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার।
এক ওভার পরে ভারতীয় শিবিরে আঘাত হেনেছিলেন জশ হ্যাজেলউড। এক ওভারেই সাজঘরে ফিরিয়েছিলেন পুজারা ও রবীচন্দ্রন অশ্বিনকে। শতকের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে পুজারাকে। ফিরে গেছেন ব্যক্তিগত ৯২ রানের মাথায়। মাত্র ৯ বলের মধ্যেই ভারত হারিয়েছে চারটি উইকেট। শেষপর্যায়ে ঋদ্ধিমান সাহার ২০ রানের ছোট্ট কিন্তু লড়াকু ইনিংসটির সুবাদে ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছে ২৭৪ রান।
টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্টিভ ও’কাফি করেছিলেন ক্যারিয়ারসেরা বোলিং। দুই ইনিংসেই ছয়টি করে উইকেট নিয়েছিলেন মাত্র ৩৬ রানের বিনিময়ে। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে লায়নও করেছেন ক্যারিয়ারসেরা বোলিং। আটটি উইকেট নিয়েছেন মাত্র ৫০ রান খরচে। ভারতের মাটিতে সফরকারী বোলারদের মধ্যে এটিই সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড। দ্বিতীয় ইনিংসে হ্যাজেলউডও করেছেন ক্যারিয়ারসেরা বোলিং। ৬৭ রানের বিনিময়ে ছয়টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।

স্পোর্টস ডেস্ক