তবু খুশি মাশরাফি
সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই ওয়ানডে মিশনটা শুরু করেছিল বাংলাদেশ। ৯০ রানে প্রথম ম্যাচটি জিতে শুরুটাও দারুণ হয় সফরকারীদের। তবে বাগড়া বাধায় দ্বিতীয় ম্যাচের বৃষ্টি। সেই ম্যাচে ব্যাটিংয়েই নামতে পারেনি বাংলাদেশ। তৃতীয় ম্যাচের শুরুটা ভালো হয়েছিল, মাশরাফি যে টস জিতেছিলেন। ডাম্বুলার মেঘাচ্ছন্ন আকাশ দেখে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি। ব্যাট হাতে নেমে মুস্তাফিজ-তাসকিনদের ওপর ঝড় বইয়ে দেন লঙ্কান ওপেনাররা। শেষ পর্যন্ত ২৮০ রানে লঙ্কানদের আটকে রাখে বাংলাদেশ। ২৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২১০ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। তাই টেস্টের মতো ওয়ানডে সিরিজটাও ভাগাভাগি করে সন্তুষ্ট থাকলেন মাশরাফি। তৃতীয় ম্যাচে হারলেও সতীর্থদের ওপর বেজার নন বাংলাদেশ অধিনায়ক।
জানালেন, পুরো সিরিজে দল হিসেবে ভালো খেলেছে তাঁর দল। তাই কাউকেই দোষারোপ করতে রাজি নন তিনি। ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘পুরো সিরিজে ভালো খেলেছি আমরা। শেষ ম্যাচেও ভালো খেলেছি তবে ফলাফলটা আমাদের পক্ষে আসেনি।’
২৮০ রান, জয়ের জন্য কতটা কঠিন ছিল এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘২৮০ রানের লক্ষ্য তাড়া করা খুব একটা কঠিন ছিল না তবে আজ শুরুতেই উইকেট হারিয়ে বসি আমরা। সাকিব ও সৌম্য ভালো খেলছিল, তারা আউট হওয়ার পরই ম্যাচটা হাত থেকে বের হয়ে যায়।’
সিরিজজয়ের চাপ ছিল না এমন প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, ‘না, সেভাবে চাপ ছিল না কারণ সিরিজে আমরাই এগিয়ে ছিলাম। তাই চাপ নেইনি আমরা। আজ ম্যাচে জয় সম্ভব ছিল তবে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে আমরা চাপে পড়ে যাই।’
সিরিজ জিততে না পারলেও খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ্য করেছেন অধিনায়ক। এটাই পরবর্তী সিরিজে কাজে লাগবে বলে মনে করেন তিনি। মাশরাফি বলেন, ‘আমাদের পরবর্তী সফর আয়ারল্যান্ডে। আশা করছি সেখানে আরো ভালো খেলব আমরা।’

স্পোর্টস ডেস্ক