বিরতি শেষে কাল আবারও শুরু হচ্ছে বিপিএল
বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে স্থগিত করা হয় বিপিএলের চতুর্থ দিনের খেলা। এরপর ছিল এক দিনের নির্ধারিত বিরতি। সেই দুই দিনের বিরতি শেষে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামীকাল বুধবার (১ জানুয়ারি) মাঠে গড়াবে বিপিএলের দুটি ম্যাচ।
সিলেটে দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। আগের মতোই সবগুলো খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে আর অনলাইন ট্যাপম্যাড অ্যাপ-এ।
এছাড়াও বিপিএলে সূচিতে বড় পরিবর্তন এসেছে। সূচি অনুযায়ী, এবারের বিপিএল মাঠে গড়ানোর কথা ছিল সিলেট, চট্টগ্রাম ও ঢাকায়। সিলেট পর্ব শেষ করে দলগুলোর যাওয়ার কথা ছিল চট্টগ্রামে। তবে, এবারের বিপিএলে চট্টগ্রাম পর্বই হচ্ছে না।
আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, এবার আর চট্টগ্রামে যাবে না বিপিএল। সিলেট থেকে সরাসরি ঢাকা ফিরবে টুর্নামেন্ট।
মিঠু বলেন, ‘সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা এবং বাংলাদেশ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে খেলা দুই ভেন্যুতে নিয়ে আসতে হচ্ছে। আমরা দুঃখিত চট্টগ্রামের দর্শক আর ম্যানেজমেন্টের কাছে।’
পূর্বের সূচি অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রাম পর্ব। তবে এখন চট্টগ্রামের সবগুলো ম্যাচ নিয়ে আসা হচ্ছে সিলেটে। অর্থাৎ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সিলেট পর্ব। এরপর বিপিএল চলে যাবে সরাসরি ঢাকা পর্বে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো সেখানে অনুষ্ঠিত হবে।
এর আগে এক বিবৃতিতে স্থগিত হওয়া ম্যাচগুলো নতুন সূচি জানিয়েছিল বিসিবি। স্থগিত হওয়া ম্যাচগুলো আগামী রোববার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় শুরু হবে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ। আর সন্ধ্যা ৬টায় শুরু হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের ম্যাচ।

স্পোর্টস ডেস্ক