বিপিএলের সূচিতে এলো বড় পরিবর্তন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আবারও নাটকীয়তা শুরু। সূচি অনুযায়ী, এবারের বিপিএল মাঠে গড়ানোর কথা ছিল সিলেট, চট্টগ্রাম ও ঢাকায়। সিলেট পর্ব শেষ করে দলগুলোর যাওয়ার কথা ছিল চট্টগ্রামে। তবে, এবারের বিপিএলে চট্টগ্রাম পর্বই হচ্ছে না।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, এবার আর চট্টগ্রামে যাবে না বিপিএল। সিলেট থেকে সরাসরি ঢাকা ফিরবে টুর্নামেন্ট ।
মিঠু বলেন, ‘সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা এবং বাংলাদেশ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে খেলা দুই ভেন্যুতে নিয়ে আসতে হচ্ছে। আমরা দুঃখিত চট্টগ্রামের দর্শক আর ম্যানেজমেন্টের কাছে।’
পূর্বের সূচি অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রাম পর্ব। তবে এখন চট্টগ্রামের সবগুলো ম্যাচ নিয়ে আসা হচ্ছে সিলেটে। অর্থাৎ আগামী ১২ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে সিলেট পর্ব। এরপর বিপিএল চলে যাবে সরাসরি ঢাকা পর্বে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো সেখানে অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল খালেদা জিয়ার সম্মানে স্থগিত করা হয়েছিল বিপিএলের দুটি ম্যাচ। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি। এছাড়া বিপিএলের সূচিতে আর কোনো পরিবর্তন নেই। আগের সূচিতেই মাঠে গড়াবে দেশের একমাত্র এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
আগামী ১৯ জানুয়ারি একই দিনে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারী। প্লে-অফের সবগুলো ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে বৃষ্টিও খেলাটির নাটকীয়তা নষ্ট করতে না পারে।

স্পোর্টস ডেস্ক