শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

টেস্টের পর ওয়ানডে সিরিজ ভাগাভাগি করার পর টি-টোয়েন্টি সিরিজে অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা। দল থেকে বাদ পড়েছেন ওয়ানডে ও টেস্ট সিরিজে দলটির সেরা পারফরমার কুশল মেন্ডিস। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের অন্যতম নায়ক নিরোশান ডিকওয়েল্লাকেও দলের বাইরে রেখেছেন নির্বাচকরা। এ ছাড়া ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকেও পাচ্ছে না দলটি। নিয়মিত উইকেটরক্ষক দিনেশ চান্দিমালকেও বিশ্রাম দেওয়া হয়েছে।
চারজন সেরা তারকা দলে না থাকলেও হ্যামস্ট্রিংয়ের জন্য ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া কুশাল পেরেরা ফিরেছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। তবে বাঁহাতি এই ব্যাটসম্যানের ফিটনেস নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। অনুশীলনে নিজেকে প্রমাণ করতে পারলে টি-টোয়েন্টি ম্যাচের মূল একাদশে দেখা যেতে পারে তাঁকে। ইমার্জিং এশিয়া কাপে ভালো পারফর্ম করায় দলে নেওয়া হয়েছে শেহান জয়সুরিয়াকে। ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিং করা থিসারা পেরেরাকে টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে। ম্যাথিউস না থাকায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন উপুল থারাঙ্গা।
আগামীকাল প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ৬ এপ্রিল একই ভেন্যুতে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর আগে টেস্টের পর ওয়ানডে সিরিজও ড্র হয়। শ্রীলঙ্কা গল টেস্টে জেতার পর কলম্বোতে জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা রেখে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯০ রানের বড় জয় পায় মাশরাফির দল। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির গর্ভে চলে যায়। তৃতীয় ম্যাচে ৭০ রানে জয়ে সিরিজে সমতা শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল : উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান কুলাসেকারা, দাসুন শানাকা, ভিকুম সঞ্জয়া, মিলিন্দ সিরিবর্ধনে, আসেলা গুনারত্নে, সেকুগে প্রসন্ন, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, লক্ষন সান্দাকান, শেহান জয়সুরিয়া।
স্ট্যান্ড বাই : সান্দাম ভিরাক্কোডি।