হারল পাকিস্তান, র্যাংকিংয়ে সাতেই থাকছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা জিতলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরে গেছে পাকিস্তান। গায়ানাতে প্রথম ওয়ানডেটা চার উইকেটে জিতে নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিং করে পাঁচ উইকেটে ৩০৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে এক ওভার ও চার উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে নেয় ক্যারিবীয়রা।
পাকিস্তানের এই হারে ওয়ানডে র্যাংকিংয়ের সাত নম্বর স্থানটা আগলে রাখল বাংলাদেশ। এখনো আটেই রয়েছে পাকিস্তান। সিরিজটা জিতলেও বাংলাদেশকে টপকাতে পারবে না সরফরাজের দল। তবে ক্যারিবীয়দের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলে নবম স্থানে নেমে যাবে পাকিস্তান। সেক্ষেত্রে র্যাঙ্কিং সমান থাকলেও রেটিং ব্যবধানে আট নম্বরে থেকে ২০১৯ সালে বিশ্বকাপে জায়গা করে নেবে ওয়েস্ট ইন্ডিজ।
গায়ানায় টস হেরে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ হাফিজের ৮৮, আহমেদ শেহজাদের ৬৭ ও শোয়েব মালিকের ৫৩ রানে ভর করে পাঁচ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করে পাকিস্তান। তিনশর বেশি রান তুলে নেওয়ায় ব্যাটিং শুরু করার আগেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কারণ ওয়ানডেতে কোনোদিনই তিনশ রান তাড়া করে জেতেনি ক্যারিবীয়রা। ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে ২৯৮ রান করে তাড়া করে জেতাটাই এত দিন জাতীয় রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের।
৩০৯ রানের লক্ষ্যে ব্যাটিং শুরু করে ২৩ রানেই চ্যাডউইক ওয়ালটনের উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। তবে এর পরই দারুণ প্রতিরোধ শুরু করে স্বাগতিক দলটি। কাইরন পাওয়েল ও এভিন লুইসের ব্যাটিংয়ে জয়ের দুর্দান্ত প্লাটফর্ম পায় দলটি। এরপর জেসন মোহাম্মদকে দারুণ সঙ্গ দেন সাই হোপ, জেমস হোল্ডার ও অ্যাশলে নার্স।
ফলে এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। জেসন মোহাম্মদ ৫৮ বলে ৯১, পাওয়েল ৮৬ বলে ৬১, লুইস ৬৩ বলে ৪৭ ও ইনিংসের শেষ দিকে অ্যাশলে নার্স ১৫ বলে ৩৪ করে দলকে জিতিয়ে দেন।