মিরপুরের নতুন উইকেট কেমন, জানালেন কোচ

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। হাসি-কান্না, স্মৃতির অধিকাংশ এই মাঠে। মিরপুরের পিচ নিয়ে সমালোচনারও শেষ নেই। এই পিচ ক্রিকেটারদের ক্যারিয়ার নষ্ট করে, এমন কথা তো শোনা গেছে প্রকাশ্যেই।
টনি হেমিং আসার পর নতুন সাজে সেজেছে মিরপুর। মাঠের ডিজাইনের মতো, পিচেও ভালো কিছুর প্রত্যাশা ছিল সবার। তবে, বাংলাদেশ কোচ ফিল সিমন্স নতুনত্ব পাননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে আজ শুক্রবার (১৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট নিয়ে কথা বলেন সিমন্স।
সিমন্স বলেন, 'দেখে মনে হচ্ছে স্বাভাবিক উইকেটের মতোই হবে। মিরপুরের পিচ সবসময় যেমন থাকে তেমনই।'
আফগানিস্তানের সঙ্গে ভরাডুবির পর বাংলাদেশের মিশন ওয়েস্ট ইন্ডিজ। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে নিজেদের খুঁজে পাওয়ার লড়াইটা সহজ হবে না এবার। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা পেয়ে অভ্যস্থ দলটা মুখোমুখি হয়েছে তিক্ততার। বিমানবন্দরে পড়েছে সাধারণ মানুষের তোপের মুখে। তাই, হারানো জৌলুস ফিরে পেতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই।