সিমন্সের মতে যে ৩ কারণে খেলা চালিয়ে যেতে পারেন মুশফিক
বাংলাদেশের ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়তে চলেছেন মুশফিকুর রহিম। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) মিরপুরে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিক। তিনি ক্যারিয়ারের এমন কীর্তি গড়েছেন তার নিয়মানুবর্তিতা এবং পেশাদারত্বের পরিচয় দিয়েই। বাংলাদেশ দলের প্রধান কোচ মনে করেন তিনটি কারণে শততম টেস্টের পরও খেলা চালিয়ে যেতে পারেন মুশফিক।
ম্যাচের আগেরদিন আজ মিরপুরে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘যদি পারফর্ম করে যায়, ফিট থাকে ও খেলার ইচ্ছা থাকে তাহলে যে কেউ খেলা চালিয়ে যেতে পারে। মুশির এই তিন ব্যাপার রয়েছে। ফলে সে চালিয়ে যেতে পারে।’
আরও পড়ুন: নিয়মানুবর্তিতার প্রতিচ্ছবি মুশফিক, মুগ্ধ আয়ারল্যান্ড কোচ মালান
মুশফিকের প্রসঙ্গে সিমন্স আরও বলেন, ‘এই বিশেষ উপলক্ষে আমি তাকে নিয়ে অনেক খুশি। এখানে শুধুই পেশাদারত্বের ব্যাপার। কীভাবে নিজেকে ক্যারি করবেন, নিজের খেলাকে কীভাবে উন্নত করে আন্তর্জাতিক পর্যায়ে লড়বেন, এই বিষয়গুলো লক্ষ্য রেখেই সে ক্রমাগত ভালো করে গেছে। ১০০ টেস্টের ক্যারিয়ার হয়েছে তার। ধারাবাহিকভাবে সে উন্নতি করে গেছে এবং এই পর্যায়ে এখনও খেলে যাচ্ছে।’
ওয়ানডে ও টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন মুশফিক। খেলছেন কেবল সাদা পোশাকে। অনেকের ধারণা, শততম টেস্টের জন্য অপেক্ষা করছেন তিনি। এরপর বিদায় বলবেন ক্রিকেটের অভিজাত সংস্করণকেও। কৌতূহলের জায়গাটা সেখানেই, শততম টেস্ট খেলেই কি বিদায় বলবেন মুশফিক?
আরও পড়ুন: মুশফিককে অনুপ্রেরণা মনে করেন সাইফ
জানা গেছে, মুশফিক খেলা চালিয়ে যাবেন। এখনই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান না এই তারকা। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও চান, মুশফিক যেন খেলা চালিয়ে যান।
মুশফিকের শততম টেস্ট ঘিরে নানা আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রেস্ট ও ক্রিকেটারদের স্বাক্ষরিত ব্যাট দিয়ে সম্মাননা জানানো হবে তাকে। পাশাপাশি তার এই মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে চায় বিসিবি। ম্যাচে দাওয়াত দেওয়া হবে মুশফিকের পরিবারকে।

স্পোর্টস ডেস্ক