চ্যাম্পিয়নস লিগে রোনালদোর ইতিহাস, রিয়ালের জয়

রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেসকে টপকে চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি অনেক আগেই নিজের করে নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই স্থানটা ধরে রাখার জন্য লড়াই চালাতে হচ্ছিল চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে। সেই লড়াইয়ে মেসিকে দারুণভাবেই হারিয়ে দিলেন পর্তুগিজ তারকা। প্রথম ফুটবলার হিসেবে স্পর্শ করলেন চ্যাম্পিয়নস লিগে ১০০ গোল করার মাইলফলক।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদও পেয়েছে ২-১ গোলের দারুণ জয়। দুটি গোলই এসেছে রোনালদোর সৌজন্যে। এই গোল দুটি করেই ইতিহাস গড়েছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। বায়ার্নের মাঠে গিয়েই বায়ার্নকে হারানোয় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পথেও বেশ খানিকটা এগিয়ে গেছে রোনালদোর দল রিয়াল মাদ্রিদ। মাইলফলকটা বায়ার্নের মতো দলের বিপক্ষে গড়তে পেরেছেন বলে রোনালদোর খুশিও বেড়ে গেছে কয়েকগুণ। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি সব সময়ই এই রেকর্ডটা স্পর্শ করতে চেয়েছি। এটা সত্যিই খুব গর্বের বিষয়। আর বায়ার্নের মতো দলের বিপক্ষে এটা করতে পেরেছি বলে আরো ভালো লাগছে।’
নিজেদের মাঠে অবশ্য বায়ার্নই এগিয়ে গিয়েছিল শুরুতে। ২৭ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের জালে বল জড়িয়ে দিয়েছিলেন আর্তুরো ভিদাল। দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। ৪৭ মিনিটে গোল শোধ করে খেলায় সমতা ফেরান রোনালদো। ৬১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জাবি মার্টিনেজকে। শেষ ৩০ মিনিট ১০ জনের দল নিয়েই খেলতে হয় বায়ার্নকে। প্রতিপক্ষের এই দুর্বলতার সুযোগ নিতেও কোনো ভুল করেনি রিয়াল। ৭৭ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন রোনালদো।
চ্যাম্পিয়নস লিগে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করার জন্য রোনালদো খেলেছেন ১৪৩টি ম্যাচ। আর তিনটি গোল করলেই রোনালদোর পাশে নাম লেখাতে পারবেন মেসি। তিনি এখন পর্যন্ত খেলেছেন ১১৮টি ম্যাচ।