এবার সাকিব-ইমরুলের জুটিতে রেস্তোরাঁ ব্যবসা

রাজধানীর বনানীতে সাকিব’স নামে একটি রেস্তোরাঁ রয়েছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এককভাবেই সে রেস্তোরাঁটি পরিচালনা করছেন তিনি। এবার সাকিব একা নয়, যৌথভাবে ইমরুল কায়েসের সঙ্গে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছেন।
সাকিব-ইমরুলের নতুন এই রেস্তোরাঁ রাজধানীর মিরপুরে। নাম সাকিব’স ৭৫। গত মঙ্গলবার সন্ধ্যায় রেস্তোরাঁর উদ্বোধন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন তাঁদের জাতীয় দলের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও এনামুল হক বিজয়। সবাই মিলে কেক কেটে এই রেস্তোরাঁর উদ্বোধন করেন।
অবশ্য আইপিএলে খেলতে সাকিব এখন ভারতে। তাই তিনি উপস্থিত থাকতে পারেননি উদ্বোধনী অনুষ্ঠানে। তবে উপস্থিত ছিলেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির।