ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

সহজ জয় দিয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া বৃষ্টি আইনে ৭ উইকেটে হারিয়েছে ভারতকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা।
পার্থে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। নবম ওভারে ২৫ রানে ৩ উইকেট হারায় তারা। সাত মাস পর ওয়ানডে খেলতে নেমে রোহিত শর্মা ৮ ও বিরাট কোহলি শূন্য হাতে সাজঘরে ফিরেন। রোহিত-কোহলির উইকেট ভাগাভাগি করেন অস্ট্রেলিয়ার দুই পেসার জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক।
ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে ১০ রানে থামেন শুভমান গিল। পেসার ন্যাথান এলিসের শিকার হন গিল। এরপর কয়েক দফার বৃষ্টিতে ম্যাচটি ২৬ ওভারে নির্ধারিত হয়। তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি ভারতের ব্যাটাররা। নির্ধারিত ২৬ ওভারে ৯ উইকেটে ১৩৬ রানের মামুলি সংগ্রহ পায় ভারত।
মিডল অর্ডারে অক্ষর প্যাটেলকে নিয়ে পঞ্চম উইকেটে ৩৯ রান এবং ষষ্ঠ উইকেটে ওয়াশিংটন সুন্দরের সাথে ২১ বলে ৩১ রান যোগ করেন লোকেশ রাহুল। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন রাহুল। প্যাটেলের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান। ইনিংসের শেষ দিকে ২টি ছক্কায় ১১ বলে অপরাজিত ১৯ রান করেন অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডি।
অস্ট্রেলিয়ার হ্যাজেলউড-অভিষিক্ত মিচেল ওয়েন ও ম্যাথু কুনেমান ২টি করে উইকেট নেন।
জবাবে বৃষ্টি আইনে ২৬ ওভারে ১৩১ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া। টপ অর্ডারে ট্রাভিস হেড ও ম্যাথু শর্ট ৮ রান করে আউট হন। ৪৪ রানে ২ উইকেট পতনের পর ৪৫ বলে ৫৫ রানের জুটিতে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করেন অধিনায়ক মিচেল মার্শ ও উইকেটরক্ষক জশ ফিলিপ। ২৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৭ রানে আউট হন ফিলিপ।
দলীয় ৯৯ রানে ফিলিপ ফেরার পর অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নেন মার্শ ও ম্যাট রেনশ। চতুর্থ উইকেটে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ২টি চার ও ৩টি ছক্কায় মার্শ ৪৬ এবং অভিষেক ম্যাচ খেলতে নামা রেনশ ১টি করে চার-ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন। ভারতের আর্শদীপ সিং-প্যাটেল ও সুন্দর ১টি করে উইকেট নেন।
আগামী ২৩ অক্টোবর এডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে অস্ট্রেলিয়া ও ভারত।