চমক রেখে ভারতের বিপক্ষে দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

অক্টোবরে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই দুই সিরিজকে ঘিরে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়ানডে দলে ফিরেছেন পেসার মিচেল স্টার্ক। তবে চোট থেকে সেড়ে উঠতে না পারায় টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাননি গ্লেন ম্যাক্সওয়েল।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি পার্থে অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর। অস্ট্রেলিয়ার তারকা পেসার স্টার্কছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন ম্যাথু শর্ট ও মিচেল ওয়েন। অনেকদিন পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ম্যাট রেনশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলেননি স্টার্ক। অ্যাশেজ সিরিজকে সামনে রেখে এই সিরিজে তাকে দলে ফেরানো হয়েছে।
এই সিরিজে অধিনায়ক হিসেবে থাকছেন মিচেল মার্শ। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এই সফরে থাকছেন না, তিনি বিশ্রামে থাকবেন এবং অ্যাশেজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন।
শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলতে প্রথম ওয়ানডেতে উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি খেলছেন না। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ফিরবেন ক্যারি।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলে থাকা মার্নাস ল্যাবুশেন, শন অ্যাবট, অ্যারন হার্ডি এবং ম্যাথু কুহনেমান এবারের সিরিজ থেকে বাদ পড়েছেন।
ওয়ানডে সিরিজের পাশাপাশি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৬) সামনে রেখে ভারত সফরের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্যও স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ২৯ অক্টোবর।
টি-টোয়েন্টি দলে ফিরেছেন জশ ইংলিশ ও নাথান এলিস। তবে চোট থেকে সেরে না ওঠায় টি-টোয়েন্টি সিরিজে নেই গ্লেন ম্যাক্সওয়েল।
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজে থাকা জশ ফিলিপ ও অ্যালেক্স ক্যারি এবার বাদ পড়েছেন। উইকেটরক্ষকের দায়িত্বে দেখা যাবে ইংলিশকে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:মিচেল মার্শ (অধিনায়ক), হ্যাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), কুপার কনোলি, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ (উইকেটকিপার), মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জ্যাম্পা।
টি-টোয়েন্টি (প্রথম দুই ম্যাচ)
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবোট, হ্যাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ (উইকেটকিপার), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জ্যাম্পা।