কোহলিকে বাঁহাতি ব্যাটসম্যান বানাল আইপিএল!

ক্রিকেটের একটু আধটু খবর রাখেন, এমন যে কেউই জানেন যে, এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি একজন ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ, আইপিএল কোহলিকে বানিয়ে দিয়েছে বাঁহাতি। আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে কোহলির পরিচিতিতে বলা হয়েছে, তিনি নাকি বাঁহাতি ব্যাটসম্যান।
এবারের আইপিএলে শুরু থেকে মাঠে নামতে পারেননি ভারতের জাতীয় দলের অধিনায়ক কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরির কবলে পড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম তিনটি ম্যাচ দর্শক হয়েই থাকতে হয়েছে কোহলিকে। এই তিন ম্যাচের মধ্যে দুটিতেই হারের মুখ দেখেছে গতবারের ফাইনালিস্টরা। এরই মধ্যে আইপিএল কর্তৃপক্ষের এমন ভুলের কারণে সংবাদ শিরোনাম হলেন কোহলি।
প্রথম তিনটি ম্যাচ খেলতে না পারলেও ব্যাঙ্গালোরের চতুর্থ ম্যাচেই অবশ্য আবার মাঠে ফিরতে যাচ্ছেন এ সময়ের সেরা এই ব্যাটসম্যান। এবার তাঁর নেতৃত্বেই মাঠে নামবে ব্যাঙ্গালোর। সমর্থকরাও নিশ্চিতভাবেই জয়ের আশায় বুক বাঁধবেন।
আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রানশিকারিদের তালিকায় কোহলির নামটা আছে একেবারে ওপরের দিকে। গত মৌসুমে আইপিএল ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি পূর্ণ করেছিলেন চার হাজার রান। কোহলির আগে এই মাইলফলকটি ছুঁয়েছিলেন শুধু সুরেশ রায়না। ৪১৭১ রান করে রায়নাই আছেন সবার ওপরে। ৪১১০ রান নিয়ে কোহলি আছেন দ্বিতীয় স্থানে। আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি অবশ্য আছে কোহলিরই দখলে। গত মৌসুমেই তিনি করেছিলেন ৯১৯ রান।