আবার হারের কবলে মোহামেডান
আগের ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ে ফিরেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। কিন্তু জয়ের ধারাটা অব্যাহত রাখতে পারেনি সাদা-কালোর শিবির। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তারা ব্রাদার্স ইউনিয়নের কাছে বিশাল ব্যবধানে হেরে গেছে, ১২৭ রানে।
আজ বৃহস্পতিবার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৭৬ রান গড়ে। জাতীয় দলের বাইরে থাকা ওপেনার জুনায়েদ সিদ্দিকীর চমৎকার সেঞ্চুরিতে (১১০) এই সংগ্রহ গড়ে তারা। অধিনায়ক অলক কাপালি করেন হাফ সেঞ্চুরি (৫১)।
জবাবে ১৪৭ রানেই ইনিংস গুটিয়ে নেয় মোহামেডান। ইফতেখার সাজ্জাতের ঘূর্ণিতেই মোহামেডানের ব্যাটিংয়ে ধস নামে। তিনি ১৯ রানে চার উইকেট তুলে নেন। কামরুল ইসলাম ও নিহাদুজ্জামান পান দুটি করে উইকেট।
এই হারে ১০ ম্যাচে ছয় জয় ও চার হারে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মোহামেডান। ১৮ পয়েন্ট নিয়ে গাজী গ্রুপ শীর্ষে।
গাজী গ্রুপের প্রথম হার
ফতুল্লা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্স বিশাল ব্যবধানে হেরেছে কলাবাগান ক্রীড়া চক্রের কাছে। কলাবাগানের ২২২ রানের জবাবে গাজী গ্রুপের ইনিংস থেমে যায় মাত্র ৯৫ রানে।
ওপেনার তাসামুল হকের সেঞ্চুরিতে (১০২) কলাবাগান প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের সামনে এই চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয়। লক্ষ্য খুব বড় না হলে তা টপকাতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী গ্রুপ। প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটির ব্যাটসম্যানরা।
অবশ্য এই হারে খুব বেশি পিছিয়ে পড়েনি গাজী গ্রুপ। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা।
দিনের অন্য ম্যাচে শেখ জামাল দুই উকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক স্পোর্টিং ক্লাবকে। প্রাইম ব্যাংকের করা ২৭০ রানের জবাবে শেখ জামাল আট উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়।

ক্রীড়া প্রতিবেদক