মরগান-স্টোকসই যেন সাকিব-মাহমুদউল্লাহ
মাত্র ৩৩ রানে চার উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চরম ব্যাটিং বিপর্যয়ে, ঠিক তখনই ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েন সাকিব-মাহমুদউল্লাহ। ২২৪ রানের অসাধারণ একটি পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে জয়ের উল্লাসে মাতিয়ে তোলেন তাঁরা। কার্ডিফে গতকাল করা সাকিব-মাহমুদউল্লাহর জুটির মতো এদিনও চমৎকার পার্টনারশিপ গড়েন ওয়েন মরগান-বেন স্টোকস।
আজ এজবাস্টনে অস্ট্রেলিয়ার ২৭৭ রান তাড়া করতে নেমে মাত্র ৩৫ রানেই তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। চতুর্থ উইকেট জুটিতে মরগান-স্টোকস জুটি গড়ে দারুণ ব্যাটিং দৃঢ়তা দেখান। দুজনের ১৫৯ রানের চমৎকার একটি জুটি শুধু ব্যাটিং বিপর্যয়ই এড়াননি, দলকে জয়ের একেবারে কাছকাছি নিয়ে যান।
ইংল্যান্ড অধিনায়ক ৮৭ রানে ফিরে গেলেও সেঞ্চুরি করেই অপরাজিত থাকেন স্টোকস। স্টোকস ১০২ রানে অপরাজিত ছিলেন। ৪০.২ ওভারে ইংল্যান্ড ২৪০ রান করার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে জয়ের জন্য ৫৮ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৮ রান। কিন্তু খেলা আর মাঠে না গড়ানোয় বৃষ্টি আইনে ৪০ রানে ম্যাচটি জিতেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের এই জয়ের কল্যাণে তাই দারুণ একটি ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথবারের মতো আইসিসির কোনো আসরের সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের দল। এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য ছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা।

ক্রীড়া প্রতিবেদক