চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল বলেই উজ্জীবিত বাংলাদেশ
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনার আবহ। দুই দলের লড়াই মানেই একটা বাড়তি মাত্রা যোগ হয়। পরিসংখ্যান ও সামর্থ্যের বিচারে পাশের দেশটি এগিয়ে থাকলেও সময় বদলের সঙ্গে পার্থক্য এখন অনেকটা কমে এসেছে। শুধু প্রতিপক্ষ ভারত বলেই নয়, আইসিসির এমন একটি টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠায় পুরো দলই এখন বেশ উজ্জীবিত হয়ে উঠেছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বার্মিংহামে আগামীকাল বৃহস্পতিবার এই লড়াইয়ে নামছে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এই লড়াইয়ে কারা জিতবে তা নিয়ে এখন চলছে যত আলোচনা। তবে মাঠের লড়াইয়ে কেউ কাউকে যে বিন্দুমাত্র ছাড় দেবে না, তা বলার অপেক্ষা রাখে না।
এই লড়াইয়ের আগে পুরো বাংলাদেশ দল যতটা উজ্জীবিত, ঠিক ততটাই নির্ভার। বুধবার বার্মিংহামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমার কাছে মানে হচ্ছে খেলোয়াড়রা খুবই উজ্জীবিত, এই ধরনের একটা টুর্নামেন্টের সেমিফাইনাল খেলছি আমরা। এই ম্যাচটি অন্য আর-দশটা ম্যাচের মতো খেলতে পারলে আমাদের জন্যই ভালোই হবে। মানে নির্ভার হয়ে খেলতে হবে, তবেই সাফল্য পাওয়া সম্ভব হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছিল আট উইকেটের বড় ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে বাংলাদেশ পেয়েছিল প্রকৃতির কৃপা। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের ভাগ্যে জুটেছিল একটি পয়েন্ট। কুঁড়িয়ে পাওয়া সেই পয়েন্টটি কাজে লাগাতে কোনো ভুল করেননি বাংলাদেশের ক্রিকেটাররা। গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে চলে এসেছে লাল-সবুজের দল।

ক্রীড়া প্রতিবেদক