ব্যাটসম্যানদের রাজত্বেও টুর্নামেন্ট সেরা হাসান আলী
এবারের চ্যাম্পিয়নস ট্রফির অধিকাংশ ম্যাচেই দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরা। টি-টোয়েন্টির যুগে বোলারদের ওপর যে নির্যাতন চলে, সেটা চলেছে আইসিসির এই টুর্নামেন্টেও। কিন্তু সবশেষে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে একজন বোলারের হাতে। পাকিস্তানের ডানহাতি পেসার হাসান আলী জিতে নিয়েছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার।
ভারত-পাকিস্তান ফাইনালের আগে এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক পেসার আজহার মেহমুদ বলেছিলেন, ‘ব্যাটসম্যানরা ম্যাচ জেতাতে পারে কিন্তু টুর্নামেন্ট জেতায় বোলাররা।’ বোলিং কোচের এই কথার যথার্থতা সত্যিই প্রমাণ করেছেন তরুন পেসার হাসান আলী। ভারতের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে সেভাবে জ্বলে উঠতে না পারলেও সর্বশেষ চারটি ম্যাচেই প্রতিপক্ষের ব্যাটসম্যানদের মনে ভীতি ছড়িয়েছেন ডানহাতি এই বোলার।
পাঁচ ম্যাচে নিয়েছেন ১৩টি উইকেট। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হাসান পেয়েছিলেন মাত্র একটি উইকেট। তারপর চারটি ম্যাচের প্রতিটিতেই তিনি শিকার করেছেন তিনটি করে উইকেট। মারমুখী ব্যাটিংয়ের এই টুর্নামেন্টেও হাসানের ইকোনমি রেটটা প্রশংসা করার মতো। ৪৪.৩ ওভার বোলিং করে তিনি দিয়েছেন মাত্র ১৯১ রান। অর্থাৎ হাসানের বল থেকে প্রতি ওভারে গড়ে মাত্র ৪.২৯ রান নিতে পেরেছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা।
ভারতের বিপক্ষে ফাইনালেও পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক এই ডানহাতি তরুণ পেসার। ৬.৩ ওভার বল করে মাত্র ১৯ রানের বিনিময়ে নিয়েছেন তিনটি উইকেট। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও উঠেছে ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের হাতে।
চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা বোলিংয়ের বিচারে হাসানের ধারেকাছেও যেতে পারেননি কেউ। ১৩ উইকেট নিয়ে হাসানই টুর্নামেন্টের সেরা বোলার। অন্য কেউই যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড আছেন দ্বিতীয় স্থানে। আটটি করে উইকেট শিকার করেছেন পাকিস্তানের আরেক পেসার জুনায়েদ খান ও ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট।

স্পোর্টস ডেস্ক